আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়অর করবো গ্রামীনের একটি অফার, যে সকল গ্রামীন সিম ২২ মার্চ ২০১৫ বা এর পূর্ব থেকে বন্ধ সেই সকল জিপি সিমে এই অফার পাওয়া যাবে, অথবা আপনি যে কোন জিপি সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন যে নাম্বারটি চেক করতে চান অফারের আওতায় আছে কিনা MAY 017XXXXXXXX লিখে 9999 নাম্বারে সেন্ড করে দেখুন, তাহলে ফিরতি একটি মেসেজ আপনাকে জানানো হবে ঐ সিমটি অফারের আওতায় আছে কিনা।
প্রথমে আপনার বন্ধ থাকা সিমটিতে 29 টাকা রিচার্জ করুন, যদি আপনার সিমটি ডিএকটিভ থাকে রিচার্জ না করা যায় তাহলে প্রথমে একটি ১০ টাকার কার্ড রিচার্জ করুন, এরপরে 29 টাকা রিচার্জ করুন, সর্ব মোট আপনার ব্যালেন্সে 36.23 টাকা থাকতে হবে, আর যদি 29 টাকা রিচার্জের পরে আপনার ব্যাল্যান্সে যদি 36.23 টাকা না থাকে তাহলে আবার 10 টাকা রিচার্জ করুন, এবার ডায়েল করুন *111*6*2# তাহলেই আপনার টাকা কেটে নিয়ে 75MB পেয়ে যাবেন (মেয়াদ ৭ দিন), এবং বাকি 2GB পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সে এ্যড হয়ে যাবে, তখন মেয়াদ হবে 1 মাস অথবা 28 দিন। সকল মেগাবাইটের ব্যালেন্স চেক করতে ডায়েল করুন *566*10#
এটা যত খুশি ততবার কিনতে পারবেন, আপনার বোনাস ২ জিবি পাওয়ার পরে আবার 75 মেগাবাইট কিনতে আবার 24 ঘন্টার মেধ্য 2 জিবি পাবেন, এই ভাবে যতবার ইচ্ছা কিনতে পারবেন, এই অফারটি যতদিন আছে। আমার চারটা সিমে ইতি মধ্যে 40-50 জিবির মত ক্রায় করেছি।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।