আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো বাংলালিংক এর একটি অফার. তারা বন্ধ সিমে ১৯ টাকা রিচার্জে দিচ্ছে ২ জিবি ইন্টারনেট (সম্ভবত ৩জি ইন্টারনেট) সাথে রাত্রে ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যে কোন বাংলালিংক নাম্বারে কথা বলতে পারবেন মাত্র 0.5/s রেটে। এবং সাথে আরো থাকছে ২২০০ এস এম এস। আপনার বন্ধ বাংলালিংক নাম্বারটি এই অফারের আওতায় আছে কিনা তা যাছাই করতে যে কোন বাংলালিংক নাম্বার থেকে আপনার বন্ধ সিমটির নাম্বার লিখে মেসেজ সেন্ড করুন 4343, উদাহরন: আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার বন্ধ বাংলালিংক সিমের নাম্বারটি লিখুন এবং পাঠিয়ে দিন 4343 নাম্বারে যে কোন বাংলালিংক নাম্বার থেকে, তাহলে ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার এই নাম্বারটি অফারের আওতায় আছে কিনা।
ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজ এপর্যন্ত’ই।
আল্লাহ হাফেজ।
ধন্যবাদ, লেখাটা পড়ে ভালো লাগলো | আমি আপনাকে কোন প্রকার অফার করছি না। আমার মানে হয় এই ছোট তথ্যটি আপনার উপকারে আসতে পারে অ্যাপার্টমেন্ট ভাড়া।