আপনারা হয়ত অনেকে জানেন যে Facebook, Twitter চালাই আয় করা যায়,
আসুন তাহলে দেখি কিভাবে আয় করা যায়।
Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে Fanslave. শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন। আপনি ১৫ ইউরো হলেই PayPal বা Alertpay এর মাধ্যমে Pay out করতে পারবেন। আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা। তবে আর দেরি কেন?
আজই Register করে আয় শুরু করে দিন। রেজিস্ট্রেশনপদ্ধতি:প্রথমে এই লিংক থেকে
fanslave.com” রেজিস্টার করেন।
এখানে Name, Username, E-mail, Password সঠিকভাবে লিখুন। তারপর ‘
I ACCEPT. CREATE MY ACCOUNT’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি Credits 50 অর্থাত Cash 0.25 Euro বোনাস পাবেন। (এখানে 2 Credit = 0.01 Euro) রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ গুলো অনুসরন করুন:-
১ম ধাপ: রেজিস্ট্রেশন করার পর আপনার Facebook এবং Twitter একাউন্টের সাথে Connect করুন। এজন্য নিচের চিত্রগুলো অনুসরন করুন- Facebook & Twitter Friends At list 50/100+Need.
Connect করার পর নিচের চিএ এর মতো দেখতে পারবেন এখানে ওকে করে দিন।
উপরের ছবিতে দেখা যাচ্ছে Connected Facebook Account ও Twitter এর পাশে আমার নাম দেখাচ্ছে। যদি এখানে আপনার নাম দেখা না যায় তবে বুঝতে হবে সঠিকভাবে কানেক্ট হয়নি। সেক্ষেত্রে এখানে ক্লিক করে তা কানেক্ট করতে হবে। এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ হল। এবার আপনি আয় করার জন্য প্রস্তুত।
যেভাবে আয় করবেন: প্রথমে Fanslave এ আপনার Username ও Password দিয়ে Login করুন। তারপর, Your Account মেনু থেকে Facebook Overview অথবা Twitter overview তে ক্লিক করুন। নিচের চিত্রটি দেখুন-
উপরের চিত্রে দেখানো এগুলো একেকটি ফেসবুক ফ্যান পেজ। এখানে ক্লিক করে ওপেন করে Like বা Follow করুন। সবগুলো পেজ Like বা Follow করা হয়ে গেলে Update বাটনে ক্লিক করুন। মনে রাখবেন Update বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা হবে না।
Update দেয়ার পর দেখবেন আপনার একাউন্টে Cash জমা হয়ে গেছে। এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন।
রেফারেলের মাধ্যমে আয়: আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম। আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫%। প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি? আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৩০ জনকে রেফার করলেন। এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে। তাহলে আপনার আয় দাড়াল (৩০*৩০=৯০০)১৫% সমান ১৩৫ইউরো বা (১৩৫*১১০=১৪৮৫০) ১৪৮৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয়। আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম। আর আপনার নিজস্য আয় তো থাকবেই। এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি?
অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রেফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না। তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান। যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে। তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে। রেফার না বাড়ালে Fan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না। সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়। তবে আর দেরি কেন? আজই রেজিস্ট্রেশন করে আয় শুরু করে দিন।
Apne ke payment pay sen?
হ্যা ! পাইছি এখানে আপনি payza/paypal এর মাধ্যমে উইডড্রো করতে পারবেন ।
ধন্যবাদ
vai kivabe reffered krbo system bujtasi na
আপনার একা্উন্টে লগইন করেন তারপর Affiliate program এ যান
এখানে ক্লিক করলে
your Ref Link দেখতে পাবেন, এখানে ক্লিক করুন এখানে আপনার ভাষা পছন্দ করে লিংক কপি করে নেন।
ভাই কন্টাক করতে পরছিনা ফেসবুক এর সাথে ৷৷৷৷এখন কী করব? সাহায্য করুন প্লিজ ৷
আপনি এখানে শুধু একটা ফেসবুক একাউন্ট বব্যহার করতে পারবেন । আর কি ম্যাসেজ দেয়
আপনার একা্উন্টে লগইন করেন তারপর Affiliate program এ যান
এখানে ক্লিক করলে
your Ref Link দেখতে পাবেন, এখানে ক্লিক করুন এখানে আপনার ভাষা পছন্দ করে লিংক কপি করে নেন।
ভাই লগইন করলে To access the private area of this site,
please log in এই লেখা আসে কী করব ৷৷৷ যলদি উত্তর দিয়েন ৷
আপনার dns server cheng করেন,
এটা দিয়ে দেখেন
208.67.222.222
208.67.220.220
১ম ধাপ: রেজিস্ট্রেশন করার পর আপনার
Facebook এবং Twitter একাউন্টের
সাথে Connect. হচ্ছে না ৷কোথাই ক্লিক করলে কন্টাক করতে পারব ৷
প্রথমে আপনার fanslave acount এ লগইন করুন,
তারপর your account এখানে ড্রপ ডা্উন মেনু দেখতে পাবেন এখান থেকে আপনার Facebvook ও Twitter account দেখতে পাবেন এখানে ক্লিক করুন তারপর conect করুন
Place User Earned credits Prize money
1 *lowmoo* 15120.19 500.- EUR
2 *ahrradshop* 15000.00 250.- EUR
3 *ormanpoetzsc* 15000.00 100.- EUR
4 *urzo* 8901.51 50.- EUR
5 *onutagnit* 6929.26 25.- EUR
6 *umas1234ful* 5902.34 10.- EUR
7 *Birkel* 4532.25 10.- EUR
8 *ayden195* 4504.94 10.- EUR
9 *elb* 3609.50 10.- EUR
10 *nlineav*
ভাই এগুলা কী?
এগুলো হচ্ছে রেফারেল রেলী এখানে যে 100 জন বেশী ইউরো আয় করেছ আর যার বেশী রেফারেল আছে তার লিস্ট
Your Account মেনু খুজে পাচ্ছি না ৷
আপনার একাউন্টে লগইন করুন Home মেনুর পাশে your account মেনু দেখতে পাবেন
ভাই কীছুই বুঝিনা ৷ আপনি আমাকে সাব কীছু খুলে দিবেন ৷ http://www.fanslave.com আর ALERTPAY একাউন্ট খুলে দিবেন ৷৷৷
ভাই আপনি টুইটিরিয়াল ভালো করে দেখেন
vai ami kaj kkorte partisena
কি সমস্যা
পরছি যেভাবে লিখছেন সে ভাবে হয় না ৷৷৷
.sad.
সবার হলে আপনার হবে না কেন পোস্ট টা ভালো করে দেখেন
ধন্যবাদ ভাই