আজ রাতে আর্জেন্টিনা বনাম বেলজিয়াম এর খেলা আছে। এ খেলায় যে দল জিতবে সে দল সেমিফাইনালে যাবে। আর্জেন্টিনার
সাপোর্টাররা খেলাটা কিন্তু মিস করবেন না । আর্জেন্টিনা আজ আবার তাদের সেরা ফর্ম অব্যাহত রাখতে চাইবে। বেলজিয়াম অবশ্য ছেড়ে কথা বলবে না, আর্জেন্টিনাকে সহজে খেলতে এক মিনিটও সুযোগ দেবে না তারা। মেসিকে কড়া পাহারায় যতই রাখুক, সে বের হয়ে গোল দেবেই। আর আজ তাঁকে আটকাতে না পারলে বেলজিয়াম ১-০ গোলে হেরে যেতেও পারে। তবে মেসিকে প্রতিরোধে সফল হলে ফলাফল উলটে যাবে তা আর বলতে হবে না নিশ্চয়।

লাইভ খেলা দেখার জন্য  এখানে ক্লিক করে খেলা দেখুন ।

এইচডি – কোয়ালিটিতে দেখতে  এখানে ক্লিক করুন  

আর খেলা দেখা শুরু করুন 

আশা করি এই টিউন টি হয়ত কখনো আপনাদের কাজে আসবে।

সময় করে একবার আমার সাইট ঘুরে আসতে পারেন , 

আজ এ পর্যন্ত থাক, আগামী টিউনে দেখা হবে।