internet
internet

পিসি হেল্প সেন্টার-এর সকল সদস্যদের প্রতি আমার শুভেচ্ছা রইল।

 

আজকে সকল সদস্যদের জন্য পিসির সাহায্য ফ্রি ফেইসবুক চালানোর ব্যবস্থা করব। এর আগে বলে নিই সকল ফ্রি-তেই একটু ভেজাল বা অসুবিধা থাকে। আর এ ফ্রিতে ভেজাল হিসেবে রয়েছে ছবি দেখতে না পাওয়া। তবুও ফ্রি ই তো। আর সুবিধা গুলো হলো ছবি আপলোড দিতে পারবেন। গ্রুপে ডক লিখতে পারবেন। গ্রুপে কোন ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারবেন। তাছাডা পেইজে লেখা পোস্ট করতে পারবেন। মোট কথা পিসি ফেইসবুকের সবই করতে পারবেন, শুধু ছবি ডাউনলোড এবং দেখতে পারবেন না।ও হ্যাঁ ভিডিও আপলোডের কথা ভুলে গেছিলাম।

 

তাহলে শুরু করা যাক:

যা যা প্রয়োজন হবে: জিপি বা বাংলালিংক সিম, মডেম বা Nokia Pc Suite, যে কোন ব্রাউজার।

 

আমি Nokia Pc Suite দিয়ে ব্যবহার করি তাই সে অনুসারেই বলব। আর যারা মডেম দিয়ে করতে চান নিরাস হওয়ার প্রয়োজন নেই। এটা আরও সোজা।

প্রথমে Pc suite প্রোগ্রাম চালু করে আপনার মোবাইলকে ডাটা ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন। মোবাইলে একটা Notification আসবে। আপনি পিসি Suite mode সিলেক্ট করবেন। Pc Suite থেকে আপনার নেটওয়ার্ক অপারেটর সিলেক্ট করবেন এক্ষেত্রে জিপি বা বাংলালিংক।

 

এবার ফায়ারফক্স বা অন্যকোন ব্রাউজার ওপেন করুন। ফায়ারফক্সে যেখানে Firefox লোগো আছে সেখানে ক্লিক করুন। অনেক গুলো অপশন পাবেন। যেখানে option লেখা আছে সেখানে ক্লিক করবেন। একটা উইন্ডো আসবে। সেখান থেকে Advanced এ ক্লিক করবেন।

এবার যে অপশনগুলো পাবেন, তা থেকে Network সিলেক্ট করবেন। প্রথমেই একটা লেখা পাবেন Connection “Configure how Firefox connects to the Internet” এর পাশে যে Settings লেখা পাবেন তাতে ক্লিক করবেন। এবার “configure Proxies to Access the Internet থেকে Manual proxy configuration এ টিক দিবেন। HTTP proxy এর ফাকা স্থানে proxy:69.171.229.23 এবং পোর্ট Port:80 দিবেন। আর নিচে Use this proxy server for all protocols এ টিক দিয়ে ok করে বেরিয়ে আসুন।

 

মডেম ব্যবহারকারীরা শুধুমাত্র ফায়ারফক্স Configure করলেই চলবে।

 

গুগলক্রোমে কোনার দিকে যে চিহ্ন পাবেন তাতে ক্লিক করে Settings এ যান। এবার একেবারে নিচের দিকে show advance settings এ ক্লিক করুন। Network নামে যে অপশন আছে তার নিচে change proxy settings এ ক্লিক করুন। আপনাকে এখানেও ফায়ারফক্সের মত প্রোক্সি এবং পোর্ট দিতে হবে। তাই বিস্তারিত লিখলাম না।

 

এখন ফায়ারফক্স বা অন্যকোন ব্রাউজার ওপেন করে প্রথমে 0.facebook.com এ যান। সেখানে লগইন করুন। এবার আরেকটা ট্যাবখুলে www.0.facebook.com এ যান। কাজশেষ এখন ফ্রিতেই পিসি ভার্সনের ফেইসবুক ব্যবহার করুন।

 

কযেকটা কথা বলে রাখি ব্যালেন্স অবশ্যই শূন্য রাখবেন আর আপনাকে প্রথমে 0.facebook.com দিয়েই লগইন করতে হবে। জিপিতে পে পার ইউজে সমস্যা করবে। যেমন বারবার ম্যাসেজ দিবে, এবং ৩০ মেগাবাইট হলেই আপনার ইন্টারনেট অফ করে দিবে। তখন *500*0# এ কল করে আবার রিনিউ করতে হবে। বাংলালিংক এ এমনটা হবে না। যেহেতু জিপির স্পিড ভালো তাই আরেকটা ট্রিকস দিলাম বোনাস হিসেবে। প্রথমে *500*0# এ কল করবেন। ম্যাসেজ গুলো আসা শেষ হলে *500*80# এ কল করে ক্লিক প্যাকেজ একটিভ করবেন এতে দুই টাকায় 4 এমবি পাবেন। এবার *566*10# এ কল করে দেখবেন আপনার এমবি এর মেয়াদ একমাস হয়ে গেছে। এখন 4 এমবি শেষ করে বাকি এক মাস আরামে ফ্রি ফেইসবুক ব্যবহার করুন।

পোষ্টটি আমাদের গ্রুপ থেকে নেয়া, পিরিন্স ভাইয়ের লেখা: পিসি হেল্প সেন্টার

tag: internet using my pc, পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করুন, ফেসবুক ফ্রিতে ব্যবহার করুন