X

ফ্রী ইন্টারনেট ব্রাউজের জন্য কার্যকর দুটি এনড্রয়েড এপস

অনলাইন সংবাদপত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশী আমরা বাংলাদেশীরা যে দুটি ভিজিট করি সেই দুটি হচ্ছে bdnews24.com এবং প্রথম আলো। আজকে আপনাদের জন্য  এই দুটি সাইটের জন্য দুটি এপস সম্পর্কে বলব। গ্রামীণফোন এবং রবি গ্রাহকেরা একাউন্টে কোন টাকা না থাকলেও এই এপস দুটি ব্যবহার করে ফ্রী ব্রাউজ করতে পারবেন।

বিডিনিউজ২৪

নিরপেক্ষ এবং মাণসম্মত সংবাদ প্রকাশের এই ওয়েবসাইটটি এর অবস্থান অনেকদিন ধরে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পেরেছে। বাংলাদেশে জনপ্রিয়তার ভিত্তিতে সব ওয়েবসাইটের মধ্যে এখন এটি ১৬ নম্বর(Alexa) অবস্থানে আছে। দুটি ভার্সনের মধ্যে এখানে সাইটটির বাংলা ভার্সনের  Android Apps দিচ্ছি, ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে-

Free Bdnews24 Download

প্রথম আলো

এই সাইটটিও অনেকদিন ধরে জনপ্রিয়তার তুঙ্গে আছে। বাংলাদেশে এই অনলাইন পত্রিকার ওয়েবসাইট এখন জনপ্রিয়তায় ৩ নম্বরে(alexa) আছে।  কাগুজে পত্রিকার মত অনলাইনেও সমান পাঠকপ্রিয় এই পত্রিকার ফ্রী ব্রাউজিং এর জন্য এনড্রয়েড এপস নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন-

Free Prothom Alo Download

আশা করি সবাই  জানেন যে, internet.org বা, freebasics.com এর মাধ্যমে ফ্রীতে অনেক ওয়েবসাইট ভিজিট করা যায়। এই আপস দুটি ফেসবুকের দেয়া এই সেবা থেকেই তৈরি করা হয়েছে। তাই রবি এবং গ্রামীণফোন গ্রাহকেরা এপস ব্যবহার করেই ফ্রীতে ব্রাউজ করতে পারবেন।

(লেখাটি tutorialsbangla.com এ পূর্বে প্রকাশিত)

tutorialsbangla:

This website uses cookies.