শর্তাবলী:

*   যে সকল অ্যাকটিভ জিপি গ্রাহকগণ গত ৯০ দিন ইন্টারনেট ব্যবহার করছেন না তাঁরা এই অফার এর জন্য যোগ্য বিবেচিত হবেন।

  • মেয়াদ ৭ দিন (অ্যাকটিভেশনের দিন থেকে)পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই অফারটি চলবে
  • ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)
  •  অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে না।
  • অফারটি সর্বোচ্চ একবার নেয়া যাবে।
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করতে হবে ।