আমরা অনেকেই নিজেদের ব্লগ চালাতে ব্লগার ব্যবহার করে থাকি। এক্ষেত্রে ব্লগারের মধ্যে অ্যাড কোড বসাতে পারিনা। কিন্তু ব্লগারের ব্লগপোস্টের মধ্যে অ্যাড বসাতে পারলে আয় বেড়ে যায়। কারন যেকোনো পাঠক পোস্ট পড়ার সময় এই অ্যাডটিতে অবশ্যই তার চোখ পরবে। অর্থাৎ নিশ্চিত Impression । আর এই Impression এর কারনে অনেকেই অ্যাডে ক্লিক করে । এতে অ্যাডের Revenue বেড়ে যায়। অর্থাৎ আয় বাড়তে বাধ্য।
তাই আজকে আপনাদের জানাবো কীভাবে ব্লগারে পোস্টের মাঝে অ্যাড কোড বসিয়ে অ্যাড থেকে অধিক আয় করবেন।
প্রথমত, আপনার ব্লগার অ্যাকাউন্টে লগইন করে আপনার ব্লগের সেটিংস অপশনে ক্লিক করুন এরপর Post And Comment এ ক্লিক করুন। এরপর Show Template বক্সে এই কোডটি বসানঃ
<br/>
<center>Write Minimum 5 Line Before This Line</center>
<center>AD Code</center>
<center>Write Minimum 1 Line After This Line</center>
<br/>
এবার AD Code লেখার জায়গায় আপনার বিজ্ঞাপনের কোডটি বসিয়ে দিন।এবার Save Settings এ ক্লিক করুন।
এবার New Post এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এবার Write Minimum 5 Line Before This Line এর আগে কমপক্ষে ৫ টি লাইন লিখুন।
আর Write Minimum 1 Line After This Line এর নিচে বাকি লাইনগুলো পোস্ট লিখুন।
এরপর Write Minimum 5 Line Before This Line ও Write Minimum 1 Line After This Line এই লাইন দুইটি মুছে ফেলুন। আর পোস্টটি পাবলিশ করুন।
এবার আপনার পোস্টটি ভিউ করুন। দেখবেন নিচের মত পোস্টের মাঝে অ্যাড দেখাচ্ছে।
এভাবে আপনার যেকোনো ব্লগার ব্লগপোস্টের মাঝে যেকোনো অ্যাডমিডিয়ার অ্যাড দেখাতে পারবেন। অন্য সময়ে আবার আপনাদের প্রয়োজনীয় যেকোনো একটি বিষয় নিয়ে উপস্থিত হব। আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ, লেখাটি খুব ভালো লাগলো। বাড়ি ভাড়া খোঁজা নিয়ে কোন সমস্যা? সমাধান পেতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন rental home bd.