- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০১] :: ব্লগ তৈরী
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৩] :: আপনার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরুক
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৪] :: দারুন কিছু Scroll To top buttons
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৫] :: অসাধারণ কিছু mouse cursor
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৬] :: নিন কিছু অসধারন Numbered Page Navigation
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৭] :: যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটন
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৯] :: যুক্ত করে নিন facebook comment বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১০] :: পোস্ট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১১] :: টেম্পলেট সেট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১২] :: বিভাগ যুক্ত করার নিয়ম ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৩] :: যুক্ত করুন একটি সুন্দর NEXT এবং PREVIOUS বটন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৪] ::আপনার ব্লগার ব্লগের SCROLLING BAR পরিবর্তন করে একটি সুন্দর SCROLLING BAR যুক্ত করে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৫] :: আপনার ব্লগার ব্লগে HTML কোড পোস্ট করুন ভিন্ন স্টাইলে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৬] :: আপনার ব্লগার ব্লগে কিভাব READ MORE অপশন যুক্ত করবেন দেখে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৭] :: আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন GOOGLE+ কমেন্ট বক্স ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৮] :: আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৯] :: গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২০] :: আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২১] :: দেখেনিন কিভাবে আপনার ব্লগার ব্লগের Background,Font Size & Font Family পরিবর্তন করবেন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২২] :: কিভাবে ব্লগ এডিট করবেন সঙ্গে ব্লগার ব্লগ এর নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস এর সাথে পরিচিত হয়েনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৩] :: ডাউনলোড করে নিন সুন্দর একটি ব্লগার টেম্পলেট ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৪] :: ফেসবুক Pop out লাইক ওয়েডগেট ব্লগার ব্লগ এর জন্য । দেখুন দারুন লাগবে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৬] :: প্রতিটি পোস্ট এর নীচে অসাধারন একটি লেখক পরিচিতি বক্স যুক্ত করুন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৭] :: ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগার ব্লগে কনভার্ট ( Convert ) করুন । A to Z টিউটোরিয়াল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৮] :: আপনার ব্লগের পোস্ট অন্য কেউ কপি করছে ! তাহলে আজি DMCA – Google এ রিপোর্ট করুন ।
- আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আপনাদের ব্লগার ব্লগের ড্যাশবোর্ড এর সাথে পরিচয় করাব । এর আগে দেখিয়ে ছিলাম কিভাবে ব্লগ তৈরী করতে হয় যারা আমার আগের পোস্ট দেখেন নিন তারা উপর থেকে দেখে আসতে পারে । সে যাই হোক আজকে আমি আপনাদের ড্যাশবোর্ড এর সম্পর্কে মোটামটি ধারনা দেবার চেষ্টা করবো , এর জন্য একটু নিচে যান এবং স্ক্রীন শর্ট টি ভাল করে দেখুন আর ভাল করে পড়ে নিন তা হলে সব বুজতে পারবেন ।
১) New post > এখানে ক্লিক করে আপনি নতুন পোস্ট শুরু করতে পারবেন ।
২) Overview > এখানে ক্লিক করে আপনি যানতে পারবেন আপনার ব্লগ আজকে কত বার দেখা হয়েছে , গতকাল , টোটাল কতবার দেখা হয়েছে , টোটাল কতটি মন্তব্য করা হয়েছে ইত্যাদি দেখতে পারবেন ।
৩) Posts > এখানে ক্লিক করে পোস্ট ডিলিট পাবলিশ ইত্যাদি করতে পারবেন ।
৪) Pages > এখান থেকে আপনি পেজ সেট করতে পারবেন । যেমন > নীতি মালা , আমার সম্পর্কে , ইত্যাদি ।
৫) Comments > এখানে ক্লিক করে আপনার কটি মন্তব্য আছে , মন্তব্য ডিলিট , মন্তব্য প্রকাশ ইত্যাদি করতে পারবেন ।
৬) Google+ > এখানে ক্লিক করে Google+ সম্পর্কে বিস্তারি পাবেন ।
৭) Stats > এখানে ক্লিক করে আপনি যানতে পারবেন আপনার ব্লগ কোন দেশ থেকে কতবার দেখা হয়েছে , কোন দিন কোন পোস্ট কতবার দেখা হয়েছে , ইত্যাদি পাবেন ।
৮) Layout > এই বটন টি আপনার ব্লগকে সাজানর ব্যাপারে ব্যবহার করা হয় ।
৯) Template > এখানে ক্লিক করে আপনি কোন নতুন Template ডাউনলোড করে তা আপনার ব্লগে সেট করতে পারবেন , এবং Template এর বিভিন্ন কাট ছাট করার ব্যাপারে ব্যবহার করার হয় ।
১০) Settings > এই বটন সম্পর্কে আর কিছু বলার নাই , এই বটন দ্বারা আপনার ব্লগের নাম , টাটেল নাম , অ্যাড্রেস নাম , ভাষা পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার হয় ।
- আশাকরি এবার ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারনা হল । আর আপনাদের এই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাকে নিরদিধাই জানাতে পারেন আমি সমাধান দেবার চেস্টা করবো । আর হ্যাঁ এই পোস্ট টিতে যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃশটিতে দেখবেন ।
- আজকের মতো এই পর্যন্ত , এর পরের পোস্ট আপনাদের জন্য পোস্ট সম্পর্কে লিখার চেষ্টা করবো । ততদিন আমাদের সাথেই থাকুন ,
* আল্লা হাফেজ *
হুম অসাধারন, ভাই চালিয়ে যান।
ভাই হেড লাইন গুলো এই রকম দিন ……………ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি……… তাহলে দেখার সুন্দজ্জ বৃদ্ধি পাবে এবং সার্চ ইঞ্জিনও ভাল কাজ করবে, আমি এই কিছুদিন আগে জানতে পারলাম বিষয়টি। প্রথমে আপনার ধারাবাহিকতার নাম এ পরে [ বেরাকেট দিয়ে পর্ব লিখবেন এবং পরে একিট হাইফেন দিবেন – কোন ফাকা দিবেন না ভিতরে এরপরে পর্ব লিখবেন এরপরে দুইটি ইষ্টু দিবেন :: তারপরে বর্তমান পর্বের মূল কথা যেমন এই পর্বের শিরো নাম
ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি
তাই না , যানা ছিল না , পরের পর্ব থেকে ঠিক করে করবো । ধন্যবাদ এতো সুন্দর ইনফর্মেশন টি দেবার জন্য । তবে ভাই আমি বিভাগে ব্লগার পাছিনা ।
হুম এখন দেখুনতো, সকল ক্যটাগরী পান কিনা? এতো দিন এ্যলাউ করা ছিল না, এইমাত্র মনে পরেছে আপনাদের ঐ ক্যটাগরীটি এ্যালাউ করা ছিল না, তাই এইমাত্র এ্যলাউ করলাম। আশা করি এখন থেকে পাবেন।
হুম পাছি । ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ, আর আমি একটু ব্যস্ত আছি, তাই আপনার পোষ্ট গুলো আমি এ্যাড করিনি, ফ্রি হলেই করব, ইনশাআল্লাহ্
ড্যাশবোর্ড এর সেটিংস সম্পর্কে বিস্তারিত লিখলে ভাল হয়।