এটি 28 পর্বের ব্লগার টিউটোরিয়াল বিষয়ক টিউনের 2 পর্ব

 

  • আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আপনাদের ব্লগার ব্লগের ড্যাশবোর্ড এর সাথে পরিচয় করাব । এর আগে দেখিয়ে ছিলাম কিভাবে ব্লগ তৈরী করতে হয় যারা আমার আগের পোস্ট দেখেন নিন তারা উপর থেকে দেখে আসতে পারে । সে যাই হোক আজকে আমি আপনাদের ড্যাশবোর্ড এর সম্পর্কে মোটামটি ধারনা দেবার চেষ্টা করবো , এর জন্য একটু নিচে যান  এবং স্ক্রীন শর্ট টি ভাল করে দেখুন আর ভাল করে পড়ে নিন তা হলে সব বুজতে পারবেন । 

 

 

Capture

 

 

১) New post > এখানে ক্লিক করে আপনি নতুন পোস্ট শুরু করতে পারবেন ।

 

২) Overview > এখানে ক্লিক করে আপনি যানতে পারবেন আপনার ব্লগ আজকে কত বার দেখা হয়েছে , গতকাল , টোটাল কতবার দেখা হয়েছে ,  টোটাল কতটি মন্তব্য করা হয়েছে ইত্যাদি দেখতে পারবেন ।

 

৩) Posts > এখানে ক্লিক করে পোস্ট ডিলিট পাবলিশ  ইত্যাদি করতে পারবেন ।

 

৪) Pages > এখান থেকে আপনি পেজ সেট করতে পারবেন । যেমন > নীতি মালা , আমার সম্পর্কে , ইত্যাদি ।

 

৫) Comments > এখানে ক্লিক করে আপনার কটি মন্তব্য আছে , মন্তব্য ডিলিট , মন্তব্য প্রকাশ ইত্যাদি করতে পারবেন ।

 

৬) Google+ > এখানে ক্লিক করে Google+ সম্পর্কে বিস্তারি পাবেন ।

 

৭) Stats > এখানে ক্লিক করে আপনি যানতে পারবেন আপনার ব্লগ কোন দেশ থেকে কতবার দেখা হয়েছে , কোন দিন কোন পোস্ট কতবার দেখা হয়েছে , ইত্যাদি পাবেন ।

 

৮) Layout > এই বটন টি আপনার ব্লগকে সাজানর ব্যাপারে ব্যবহার করা হয় ।

 

৯) Template > এখানে ক্লিক করে আপনি কোন নতুন Template ডাউনলোড করে তা আপনার ব্লগে সেট করতে পারবেন , এবং Template এর বিভিন্ন কাট ছাট করার ব্যাপারে ব্যবহার করার হয় ।

 

১০) Settings > এই বটন সম্পর্কে আর কিছু বলার নাই , এই বটন দ্বারা আপনার ব্লগের নাম , টাটেল নাম , অ্যাড্রেস নাম , ভাষা পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার হয় ।

 

 

  • আশাকরি এবার ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারনা হল । আর আপনাদের এই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাকে নিরদিধাই জানাতে পারেন আমি সমাধান দেবার চেস্টা করবো । আর হ্যাঁ এই পোস্ট টিতে যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার দৃশটিতে দেখবেন । 

 

  • আজকের মতো এই পর্যন্ত , এর পরের পোস্ট আপনাদের জন্য  পোস্ট সম্পর্কে লিখার চেষ্টা করবো । ততদিন আমাদের সাথেই থাকুন , 

 

 

* আল্লা হাফেজ *

 

Series Navigation<< ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০১] :: ব্লগ তৈরীব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৩] :: আপনার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরুক >>