এটি 18 পর্বের HTML বেসিক ট্রেনিং ফ্রি বিষয়ক টিউনের 12 পর্ব

আসালামু আলাইকুম/নমস্কার । কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন । আমি ভাল । আজকে আমরা  এইচটিএমএল From  এর ব্যবহার শিখব। চলুন শুরু করি। html- From একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এইচটিএমএল From পিএইচপি তে এটি বেশি ব্যবহার করা হয় । তাই একে  ক্ষেত্র বিশেষে সার্ভার সাইট স্ক্রিপ্টিং বলা হয় । তাই এর ব্যবহার সম্পর্কে ভাল ধারনা থাকা দরকার না হলে পরে যখন আপনি পিএইচপি শিকবেন তখন সমস্যা হতে পারে ।

আমার আগের টিউন গুলো যারা পরেন নি তারা এখানে ক্লিক করে দেখে নিন ।

HTML Form:-

Form-ট্যাগটির দ্বারা পেজ থেকে কোন প্রকার ডাটা সরাসরি ডেটাবেসে প্রবেশ করানো যায় । form-এর প্রাথমিক গঠন হল <form>………</form> । এই ট্যাগটির দুটি গুরুত্বপূর্ণ Attribute হল method এবং action । এছাড়া কত গুলি ট্যাগ ফ্রম ট্যাগ এর অধীনে কাজ করে । নিচে ছকে সব গুলি দেওয়া হল ।

 

Attributes Name মান কাজ
type text পেজে লেখার স্থান তৈরি করা
textarea name, rows, cols পেজে লেখার স্থান তৈরি করা
type file আপলোড বক্স তৈরি করা
type radio ঠিক চিহ্ন দেবার বক্স তৈরি করা
type submit পেজে বাটন তৈরি করা
type checkbox নির্বাচন বক্স তৈরি করা
type reset ডেটা পুনরায় নতুন করে দেবার জন্য
select option ক্রম অনুযায়ী নির্বাচন বক্স তৈরি করা
type password Password দিবার বক্স তৈরি করা

১.Text field:-

পেজে কোন লেখার স্থান তৈরি করতে এইটি ব্যাবহার করা হয়। এর গঠন নিম্নরপ :-

 

<html>
<body>
<form>
<input type=”text”>
</form>
</body>
</html>

 

উপরের কোডটি নোটপ্যাড +এ লিখে aa.html দিয়ে সেভ করলে ডান পাশের ছবির মত আসবে ।

 

 

২.Radio Field:-

পেজে ঠিক চিহ্ন দেবার বক্স তৈরি করার জন্য এটি ব্যাবহার করা হয় । এর Attribute যুক্ত গঠন নিছে দেওয়া হল ।

 

<html>
<body>
<form method=”post” action=”phpfile.php”>
<h3 style=”border:5px blue solid; background-color:green;”>আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন?? </h3>
<p>
<input type=”radio” name=”rating” value=”new”>   windows 7<br>
<input type=”radio” name=”rating” value=”currently new”>   windows 8<br>
<input type=”radio” name=”rating” value=”older version”>   windows xp<br>
<input type=”radio” name=”rating” value=”currently new”>   Linux<br>
</p>
<input type=”submit” value=”submit”>
</form>
</body>
</html>

 

নোটপ্যাড + এ ইনপুট ব্রাউজার এ আউটপুট
উপরের লিখা কোড গুলি নোটপ্যাড + এ লিখে aa.html
দিয়ে সেভ করলে পাশে ব্রাউজার এ আউটপুট এর মত আসবে ।

আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যাবহার করেন??

windows 7

windows 8

windows xp

Linux

৩.Checkbox field:-

পেজে নির্বাচন বক্স তৈরি করার জন্য এটি ব্যাবহার করা হয় । এর Attribute যুক্ত গঠন নিচে দেওয়া হল ।

 

<html>
<body>
<input type=”checkbox” name=”technology” value=”HTML” /> I know HTML<br>
<input type=”checkbox” name=”technology” value=”CSS” />  I know CSS<br>
<input type=”checkbox” name=”technology” value=”CSS” />  I know Php<br>
<input type=”checkbox” name=”technology” value=”CSS” />  I know Mysql<br>
<input type=”checkbox” name=”technology” value=”CSS” />  I know wordpress<br>
<input type=”submit” value=”submit”>
</body>
</html>

 

নোটপ্যাড + এ ইনপুট ব্রাউজার এ আউটপুট
উপরের লিখা কোড গুলি নোটপ্যাড + এ লিখে aa.html
দিয়ে সেভ করলে পাশে ব্রাউজার এ আউটপুট এর মত আসবে ।
I know HTML

I know CSS

I know Php

I know Mysql

I know wordpress

৪.selection field:-

পেজে ক্রম অনুযায়ী নির্বাচন বক্স তৈরি করা । নিচে এর গঠন দেওয়া হল ।

 

<html>
<body>
<font face=”SolaimanLipi” color=”#fe0321″ size=”4″>
আপনি কোন শহরে থাকেন:
</font>
<select name=”district”>
<option> নেত্রাকনা</option>
<option> কুস্টিয়া </option>
<option> খুলনা</option>
<option> সিলেট</option>
<option> ঢাকা</option>
<option> যশোর</option>
<option> রাজশাহী</option>
<option> বরিশাল</option>
<option> শেরপুর</option>
<option> দিনাজপুর</option>
</select>
<br />
</body>
</html>

 

উপরের কোডটি নোটপ্যাড +এ লিখে aaa.html দিয়ে সেভ করলে নিচের  ছবির মত আসবে ।


আজ আর লিখছি না । এ পর্যন্ত । পরের পর্বে আবার দেখা হবে । ধন্যবাদান্তে

 

Series Navigation<< আসুন HTML শিখি (পর্ব-১১)আসুন HTML শিখি (পর্ব-১৩) >>