- আসুন HTML শিখি (পর্ব-১)
- আসুন HTML শিখি (পর্ব-২)
- আসুন HTML শিখি (পর্ব-৩)
- আসুন HTML শিখি (পর্ব-৪)
- আসুন HTML শিখি (পর্ব-৫)
- আসুন HTML শিখি (পর্ব-৬)
- আসুন HTML শিখি (পর্ব-৭)
- আসুন HTML শিখি (পর্ব-৮)
- আসুন HTML শিখি (পর্ব-৯)
- আসুন HTML শিখি (পর্ব-১০)
- আসুন HTML শিখি (পর্ব-১১)
- আসুন HTML শিখি (পর্ব-১২)
- আসুন HTML শিখি (পর্ব-১৩)
- আসুন HTML শিখি (পর্ব-১৪)
- আসুন HTML শিখি (পর্ব-১৫)
- আসুন HTML শিখি (পর্ব-১৬)
- আসুন HTML শিখি (পর্ব-১৭)
- আসুন HTML শিখি (শেষ পর্ব )
আসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন। আজকে ৩ য় পর্ব নিয়ে আসলাম আপনাদের কাছে।
গত দুটি পর্ব যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন।
আমি আগেই বলে নেই আমি অতো ভাল কিন্তু জানি না । যতটুক জানি শেয়ার করছি । কোন ভুল হলে ধরিয়ে দিবেন । গত পর্বে আমরা <br> ট্যাগের ব্যবহার শিকেছি । আমি আগেই বলেছি html এ অনেক ট্যাগ আছে । তারই ধারাবাহিকতায় আজকে আমারা <p>( পারাগ্রাফ ) ট্যাগের ব্যবহার শিকব । চলুন শুরু করি ।<br> ট্যাগ ব্যাবহার করলে লাইনগুলো নিচে নিচে সজ্জিত হয়।কিন্তু আমাদের যদি এমন দরকার হয় যে লাইনগুলোর মাঝে ফাকা লাইন থাকবে।তখন আমরা কি করব।
***তখন আমরা <p>……………..</P> ট্যাগ ব্যাবহার করব।আসুন এবার আমরা দেখি কিভাবে এর ট্যাগ ব্যাবহার করা যায়।
***আগের টিউন এর নিয়ম অনুসারে <p> ট্যাগ ব্যাবহার করে আমরা নিচের html কোডটি লিখি নোটপ্যাড এ ।
<html>
<head>
<title>
we learn html
</title>
</head>
<body>
<p>we are bangladeshi.</p>
<p>we are proud nation.</p>
<p>country gives us many things.</p>
<p>lets we do somthing for our county.</p>
</body>
</html>
***এবার তা aqa.html নামে সেভ করে ওপেন করে দেখুন লাইন গুলোর মাঝে ফাকা লাইন তৈরি হয়েছে। নিচের ছবিটির মত :
<p>………………..</p> ট্যাগ ব্যাবহার করলে দুই লাইন এর মাঝখানে এক লাইন এর সমান ফাকা সৃষ্টি হবে।কিন্তু যদি আমাদের এমন কোন প্রয়োজন হয় যে দুই লাইন এর মাঝখানে এক লাইন এর অধিক ফাকা লাইন তৈরি করতে হবে।তখন আমরা কি করব।কোন চিন্তা নেই।সেই সমস্যারও সমাধান আছে ।এবার আসুন দেখি কিভাবে দুই লাইনের মাঝে একের অধিক লাইন ফাঁকা রাখা যায় । এজন্য আমাদের <p>………………..</p>  এই ট্যাগটি ব্যবহার করতে হবে । তাহলে আসুন এই ট্যাগ ব্যবহার করে নিচের html code টি লিখি ।
<html>
<head>
<title>
we learn html
</title>
</head>
<body>
<p>we are bangladeshi.</p> 
<p>we are proud nation.</p> 
<p>country gives us many things.</p> 
<p>lets we do somthing for our county.</p> 
</body>
</html>
***এবার তা ata.html নামে সেভ করে ওপেন করে দেখুন লাইন গুলোর মাঝে একের অধিক ফাকা লাইন তৈরি হয়েছে। নিচের ছবিটির মত :
যদি আপনি এমন কোন সমস্যায় পরেন যে এক লাইন এর ওয়ার্ড গুলোর মাঝে ফাকা যায়গার দরকার।তখন কি করবেন?চিন্তা কছেন । কোন চিন্তা নেই । সেই সমস্যারও সমাধান আছে । খুবই সহজ ব্যাপার।একটু দেখুন এই পার্টটা সবচেয়ে সহজ মনে হবে।
তাহলে আসুন ট্যাগ ব্যবহার করে নিচের html code টি লিখি ।
<html>
<head>
<title>
we learn html
</title>
</head>
<body>
we             are             Bangladeshi
</body>
</html>
***এবার তা jta.html নামে সেভ করে ওপেন করে দেখুন । নিচের ছবিটির মত :
আপনি যত বার   দিবেন তত ঘর space হবে ।
আজ এই পর্যন্ত । পরের পর্বে আবার দেখা হবে ।
nice post
Thanks boss for comment
ধন্যবাদ ভাই চালিয়ে যান, আপনার সাথে আছি।