আসসালামুআলাইকুম।অনেক দিন পর এই ব্লগে লিখছি।আশা করি আমার লেখাটি আপনাদের ভাল লাগবে।আপনার ব্লগ বা ওয়েবসাইটের Visitor বাড়াতে এখন রেডিও যুক্ত করতে পারেন খুব সহজে।

প্রথমে আপনার ব্লগ বা ওয়েবসাইটের builder চালু করুন।তারপর আপনার ব্লগ বা ওয়েবসাইটের এ আমার দেওয়া নিচের HTML কোডটি যুক্ত করুন।

হুবহুু নিচের HTML কোডটি কপি করুন বা text  file  ডাউনলোড করুন  এই লিংক থেকে।

<iframe name=”embedded” src=”http://muyinbd.site90.com/radio.html” width=”480″ height=”400″
scrolling=”auto” frameborder=”1″>

কেউ যদি এই পদ্ধতি না পারেন তাহলে আমার দেওয়া নিচের পদ্ধতি অনুসরন করুন:

>আপনার ওয়েবসাইটের CPanel এ গিয়ে File Manager open করুন।Public _html ফোল্ডারে এই ফাইলটি ডাউনলোড করে Upload বাটমে গিয়ে Upload করুন।

এখন দেখুন আপনার ব্লগ বা ওয়েবসাইটে রেডিও যুক্ত হয়ে গেছে।

একটি screenshot দিলাম:

Capture

এবার Selece Station রেডিও স্টেশন সিলেক্ট করে Listen Press করুন।তাহলে রেডিও শুনতে পাবেন।

আমার সাথে যোগাযোগ করুন:

Facebook:http://facebook.com/muyin.uddin01

Website:http://muyinbd.site90.com