একটি সেবামূলক অতি কার্যকরী বাংলা ভিডিও টিউটোরিয়াল সংবলিত সম্পূর্ণ অবাণিজ্যিক ও ব্যক্তিগত উদ্যোগে তিল তিল করে গড়ে ওঠা “ফ্রী বাংলা টিউটোরিয়াল” ওয়েব সাইটটি হ্যাক হয়েছে !!! যখন ভক্তরা ইমেইল, মোবাইল বা ফেসবুকের মাধ্যমে অনুপ্রেরনা জানাচ্ছে ঠিক তখনই “বাংলাদেশ সাইবার আর্মি” –এই সাইটটি হ্যাক করেছে । আমরা জানিনা এই কাজটি “বাংলাদেশ সাইবার আর্মি”-এর, নাকি তাদের নাম ব্যবহার করা হয়েছে । শুনলাম “অ্যান্ড্রয়েড কথন”-সাইটটিও হ্যাক হয়েছে । আমাদের কি দুঃখ পাওয়া উচিৎ নাকি ঘৃণা হওয়া উচিৎ?
যখন থেকে অমানবিক এই হ্যাক বিষয়টি বুঝি তখন থেকেই ভাবতাম এটি একটি অগঠনমূলক কাজ । যেকোনো ভাল কিছুরই একটা নয় অসংখ্য শত্রু থাকে । যাইহোক সাইবার ওয়্যার সম্পর্কে জানার পর থেকে মনে মনে “বাংলাদেশ সাইবার আর্মি”– কে শ্রদ্ধাই করতাম । কেন তিল তিল করে গড়ে ওঠা আমার এই পরিশ্রমের ফসল এই সাইটি তারা হ্যাক করলো ? তা আমি জানিনা । সাধারণত হ্যাকাররা বাক্তিগত স্বার্থে এইসব অনৈতিক ও অমানবিক কাজ করে থাকে। কিন্তু “বাংলাদেশ সাইবার আর্মি” সম্পর্কে আমার এমন ধারণা ছিলনা । তারা পাকিস্তানি হ্যাকারদের দাপ্তরিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিল জানি । এসব কিছুর জন্যই হইত মনে মনে তাদের শ্রদ্ধা করতাম । বাংলাদেশী হয়েও তারা কিভাবে বাংলাদেশী সাইট হ্যাক করে ? তাদের লজ্জা হওয়া উচিৎ । নতুন ইউজার ও বিশেষ করে যারা বিভিন্ন টেকনিক্যাল বিষয় সহজভাবে অতিদ্রুত জানতে বুঝতে চায় সেইসব ভিজিটরদের জন্য বাংলা আর্টিকেল ও ভিডিও টিউটোরিয়াল সহযোগে যে বাংলা প্রযুক্তিকোষ গড়ে উঠছিল তার শত্রু আমাদেরই বাঙ্গালী ভাই । মেনে নেয়া যেত যদি হ্যাকাররা ভিনদেশী হত।
নিজেদের ক্ষমতার ও বাক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে না করলেও তারা পারতো । আর যদি মনে করে এইভাবে একটি মহৎ উদ্দ্যগকে নস্যাৎ করা যাবে কিংবা উদ্যম কমানো সম্ভব হবে তবে তা অবশ্যই ভুল । কেননা সত্য, সঠিক পথে চলতে গেলে পাছে দুষ্টলোকের অসহযোগিতার কথাটা মাথাই নিয়েই এই পাঠকদের পছন্দের অতি প্রয়োজনীয় “ফ্রী বাংলা টিউটোরিয়াল” সাইটির কাজে লেগেছি । তবে দেশীও শত্রুদের কথা সত্যিই কল্পনাও করা হইনি । সাইটটি আবার পুনরায় চালু হয়েছে । ধন্যবাদ সবাইকে ।