সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটিকে রার ফাইল আকারে দেখতে পাবেন। তো শুরুতে এটিকে extract করে নিন। এখানে দুইটি ফোল্ডার দেখতে পাবেন, “Setup” ফোল্ডার ওপেন করুন। এখানে দুইটি প্রোগ্রাম দেখতে পাবেন, শুরুতে Hotspot Shield এর setup প্রোগ্রামটি ইনষ্টল করুন। এর পর আপডেট প্রোগ্রামটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং run as administrator মুডে চালু করুন, এটি করার ফলে সফটওয়্যারটি লেটেস্ট ভার্সনে আপডেট হবে। এবার Activator ফোল্ডার এর ভেতর থেকে একটিভেটর প্রোগ্রামটিকে চালু করুন। আসা করি এতটুকু করার মাধ্যমে সফটওয়্যারটি একটিভ হবে।
আর যদি এতে একটিভ না হয়, তাহলে আপনার কম্পিউটারে হোস্ট ফাইলটিকে এডিট করতে হবে।
Direct Download Link = http://www118.zippyshare.com/v/q6d8YXTa/file.html