শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই
আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
কথা না বাড়িয়ে কাজ এর কথা বলি,
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালাতে পারে এমন স্মার্টফোন এখন জনপ্রিয়।
আর অনেক সময় আমাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলে আমাদের পছন্দের অ্যাপটি নামাতে পারি না।
তখন আমরা চিন্তা করি যদি কম্পিউটা দিয়ে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারতাম।
আর হ্যা এখন চাইলেই আপনি কম্পিউটার দিয়ে ডাউনলোড দিয়ে দিব্যি আপনার মোবাইলে চালাতে পারেন।
তাই এর জন্য যা করতে হবে আপনাকে……….
প্রথমে http://play.google.com ঠিকানায় গিয়ে ফোনের সঙ্গে জিমেইলের যে ইমেইল ঠিকানাটি যুক্ত আছে সেটি দিয়ে সাইন
ইন করে নিন।কম্পিউটার খেকে নামানো অ্যাপস আপনার ফোনের উপযোগী নাও হতে পারে। তাই এই সাইন ইন করা জরুরী।
এবার যে অ্যাপটি পছন্দ হবে সেটির ।আইডি বা পুরো ঠিকানা কপি করে নিন । মনে করি আপনি https://play.google.com/store/apps/details?id=com.imangi.templerun এই অ্যাপটি ডাউনলোড করবেন।
উদাহরণ দেখুন :
নোট: আপনি চাইলে অ্যাপের পুরো ঠিকানা বা শুধু অ্যাপের আইডি কপি করে নিতে পারেন।
এবার আপনি এই ঠিকানাতে চলে যান । এখানে যাবার পর একটা পেজ পাবেন।
(1) কাঙ্ক্ষিত সেই অ্যাপের ঠিকানা বা আইডি সাইটের package name or google play url ঘরে পেস্ট করে দিন।
(2) এবার নিচে Generate Download Link বোতামে কিক্ল করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে
(3) Click here to download নামের একটি নতুন বোতাম দেখা যাবে। এটি গুগল প্লে ষ্টোরের অ্যাপকে কম্পিউটার
থেকে নামানোর উপযোগী করে একটি নতুন সংযোগ তৈরি করে দিবে।
এবার সেটিকে নামিয়ে কেবল দিয়ে ফোনে কপি করে ব্যবহার করুন।
আজকের মত এই পর্যন্ত । আল্লাহ্ হাফেজ।
সবাই ভাল থাকবেন।
বি: দ্র: কোন ভুল হলে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন।
আপনাদের যে কোন আইটি সমস্যায় আমাদের ফেইসবুক গ্রুপ এখানে
আর আমি আছি ফেইসবুকে….
এত্তো সুন্দার কেমনে কি? 😛 😆 ধন্যবাদ শেয়ার করার জন্য 😀
Thanks vai..sondor akta comment korar jonno
সত্যি ভাই চমৎকার পোস্ট ভাই আশাকরি এই ধরনের আরও পোস্ট করবেন ভাই ।
vai apnakeo thanks comment korar jonno..
Duya korben vai jeno r o valo post korte pari…
thanks to all …amar sathe thakar jonno and amak support koraar jonno
হুম ধন্যবাদ, এই মাত্র আপনার দেয়া পদ্ধতিটি কাজে লাগালাম, তাই আবার নতুন করে ধন্যবাদ দিলাম। 😀