গুগল ড্রাইভ হচ্ছে গুগলের ফ্রী স্পেস সার্ভিস যার মধ্যে আপনি আপনার সকল প্রয়োজনীয় ফাইল সমূহ, প্রেজেন্টেশনস, ছবি, ভিডিও ক্লিপসহ আরো অনেক কিছু নিরাপদে সংরক্ষন করতে পারবেন এবং অন্যদের শেয়ার করতে পারবেন। প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন- বিয়োজন করে পুনরায় সংরক্ষন করতে পারবেন। গুগল ড্রাইভ আপনার একটি নিরাপদ ও একান্ত ব্যক্তিগত ফাইল কেবিনেট হিসাবে কাজ করবে।

আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, সেখানে বসেই আপনি একসেস করতে পারবেন যেকোন কম্পিউটার, মোবাইল, আইফোন সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে। প্রয়োজনে প্রিন্ট ও নিতে পারবেন। একজন ফ্রী ইউজার হিসাবে আপনি সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশী ব্যবহার করতে চাইলে প্রতিমাসে প্রতি ২৫ গিগাবাইট ২.৫ ডলার হিসাবে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

চলুন দেখা যাক কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়:

https://youtu.be/7HpeNMvNPEg

নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।

দেখা হবে আগামি কোন ভিডিও টিটোরিয়ালে ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।