হ্যাক হয়ে যেতে পারে আপনার জিমেইল একাউন্ট, ভিডিওটি দেখুন এবং সর্তক হউন, সময় থাকতে সর্তক না হলে যে কোন সময় হারিয়ে ফেলতে পারেন আপনার জিমেইল একাউন্টেটি, আর বুঝতেইতো পারছেন আপনার ইমেলটি হারিয়ে ফেললে এই মেইল থেকে যে সকল যায়গাতে একাউন্ট করা তাও হারাবেন। তাই সময় থাকতে সর্তক হন, হ্যাকাররা বিভিন্ন সময় ভিবিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে বিভিন্ন জিনিস হ্যাকার করার জন্য, তাই বর্তমানে জিমেইল হ্যাকার করার একটি পদ্ধতি বের করেছে, যদিও এটাকে হ্যাক বলে না, এটা মানুষকে ধোকা দিয়ে তারা আপনার ইমেল পাসওয়ার্ড নিয়ে যাবে। তাই এই ধোকার খাওয়ার আগেই সর্তক হন। কিভাবে ধোখায় দেয় তা দেখুন নিচের ভিডিওতে এবং সর্তক হয়ে যায়।
ইউটুব
সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।