ইন্টারনেট এক্সপ্লোরার এখন ইতিহাস। অনেক নতুন ব্রাউজার এসে গিয়েছে। সমীক্ষা বলছে, বিশ্বে যত লোক ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের মধ্যে বেশিরভাগই ব্রাউজার হিসাবে ক্রোমকেই পছন্দ করেন। কেন? ক্রোম বেশ দ্রুত কাজ করে। এক কথায় বেশ ফাস্ট। যাঁরা ক্রোম-কে ফাস্ট বলছেন, তারা Edge-এ ব্রাউজ করলে বলবেন, এটা রকেট!

আজ্ঞে হ্যাঁ, ক্রোমের তুলনায় মাইক্রোসফ্টের নতুন ব্রাউজার এজ প্রায় ১১২% বেশি দ্রুত ব্রাউজ করতে পারে বলে দাবি করেছে সংস্থাটি। উইন্ডোজ-এর ইনসাইডার প্রোগ্রামের প্রধান গেব আল জানাচ্ছেন, উইন্ডোজ-১০ লঞ্চ করার সময়ই এজ বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফ্টের। ব্রাউজারটি যে দলটি ডেভেলপ করেছেন তাঁরা লাগাতার উইন্ডোজ টেন-এর সঙ্গে এর পারফরম্যান্স লক্ষ রাখছেন।

তার সঙ্গেই ক্রোম, সাফারি-সহ আরও বেশ কয়েকটি ব্রাউজারের পারফরম্যান্সও দেখছেন তাঁরা। সেখানেই দেখা গিয়েছে, এজ বাকি ব্রাউজারের তুলনায় অনেক ফাস্ট কাজ করছে। এমনকী অ্যাপল জেট স্ট্রিমেও অন্যান্য ব্রাউজারের তুলনায় এ-এর স্পিড ৩৭ শতাংশ বেশি। গেব আশা প্রকাশ করেছেন, ইন্টারনেট এক্সপ্লোরারের মতো এজ-ও বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাবে। এর জন্য মাইক্রোসফ্টও ব্যবহারকারীদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাবে।
তথ্যসূত্র- http://mlife.mtsindia.in
you can enter this link