আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের সামনে হাজির হলাম এক ধামাকা টিউন নিয়ে । আজকের টিউনটি মূলত যারা বিটকয়েন আয়ের কয়েকটি সাইট নিয়ে।

প্রথমে আমি যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব সেটি হল faucetPay । এই সাইটি বিটকয়েন আয়ের অন্যতম একটি মাধ্যম। অনেক Faucet সাইট আছে যে গুলো সরাসরি Coinbase এ পেমেন্টে দেয়না । কারণ সেগুলোতে রেজিস্টেশান অপশান থাকে না তাই সাতোশিগুলো সরাসরি  Faucetpay নামক ওয়ালেটে জমাহয়। আর Faucetpay একাউন্টে ১০০০ সাতোশি হলেই তা আপনি আপনার Coinbase একাউন্টে উইথড্র করতে পারবেন। এতে সুবিধা হচ্ছ আপনি আপনার পেমেন্ট ইনিস্টান্ট পেয়ে যাচ্ছেন আর ফসেট সাইট ট্রাস্টেড কিনা তা বুঝতে পারছেন, আপনাক কাজ বিফলে যাচ্ছে না। তাই আমরা যারা বিটকয়েন আয় করছি বা ভাবছি তাদের জন্য আজকের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ।

শুরুতে আপনাকে একটি faucetPay একাউন্ট খুলতে হবে তার জন্য প্রথমে এই লিংকে যান তাহলে নিচের মতো সাইন-আপ ফরম পাবেন।
এখানে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, বিটকয়েন এড্রেস ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করুন।

ওয়ালেট লিঙ্ক করাঃ

এই ধাপে আপনাকে আপনার রেগুলার ওয়ালেটের সাথে FaucetPay একাউন্টের লিঙ্ক করতে হবে। ওয়ালেট লিঙ্ক করতে User Dashboard এ গিয়ে LINKED ADDRESSES ক্লিক করুন। তারপর আপনার যে কয়েনের লিঙ্ক করতে চান তা সিলেক্ট করে Address এ ঘরে আপনার রেগুলার ওয়ালেট এড্রেসটি দিয়ে Link Address এ ক্লিক করুন।

কিভাবে আয় করবেনঃ

শুরুতেই বলেছি অনেক ফসেট ও পিটিসি সাইট আছে যে গুলো ইনস্টান্ট এবং ছোট এমান্ট পেমেন্ট করে ।  নিচে এমন কিছু সাইট দিচ্ছি যে গুলোতে কাজ করে দ্রুত পেমেন্ট পেতে পারেন।

এছাড়া আপনার Faucpay একাউন্টের মেনুবারে থাকা Earn অপশান থেকে Paid To Click এ এড ভিউ করেও আয় করতে পারেন।

কিছু ট্রাস্টেড ফসেট সাইটঃ

১. ADBTC  – মিনিমাম পেমেন্ট ৫০০০ সাতোশি।

২. COINADSTER  – মিনিমাম পেমেন্ট ১০০০ সাতোশি।

৩. XBTC  – মিনিমাম পেমেন্ট ১০০০ সাতোশি।

৪. BTCFAUCET  – মিনিমাম পেমেন্ট ৫০০ সাতোশি।

৫. GRABTC  – মিনিমাম পেমেন্ট ৫০০০ সাতোশি।

৬. GETSATS  – মিনিমাম পেমেন্ট ৫০০০ সাতোশি।

ইনস্টান্ট পেমেন্ট করে এমন কিছু Facuct সাইটঃ

১. GetCoin

২. BigBTC

৩. GoBtis

৪. Fautsy

৫. ClaimBits

৬. DailyFreeBits

৭. EasyCoin