Hello ,সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি আপনার সাইটের এলেক্সা র‍্যাংক কমাবেন alexamaster এর মাধ্যমে । এলেক্সা র‍্যাংক  কম থাকা একটি  ব্লগের জন্য খুবই  গুরুত্তপূর্ণ । নিম্নে কেনো গুরুত্তপূর্ণ এটি আলোচনা করা হলো এবং এর থেকে সমাধান পাওয়ার উপায় নিয়ে আলোচনা করা হলো ।

Secret Techniques to decrease Alexa Rank within 15 days

এলেক্সা র‍্যাংক Alexa Rank কমানোর গোপন উপায়


এলেক্সা র‍্যাংক কি?

প্রতিদিন একটি ওয়েব সাইট গড়ে কতটি ইউনিক ভিজিটর পেলো সেটার উপর ভিত্তি করে এলেক্সা তাকে র‍্যাংক প্রধান করে । র‍্যাংক প্রধান করতে যে ওয়েব সাইটে ভিজিটর সবচেয়ে বেশি  তার এলেক্সা র‍্যাংক হবে অনেক কম । যেমনঃ গুগল এ সবচেয়ে বেশি ট্রাফিক এই জন্য এর র‍্যাংক ১ এভাবে ক্রমে ক্রমে এলেক্সা ওয়েব সাইট গুলোকে র‍্যাংক দিয়ে থাকে ।

এলেক্সা র‍্যাংক কেনো গুরুত্তপূর্ণ?

  • ৯৫% ব্লগ তৈরির উদ্দেশ্য এটি থেকে টাকা আয় কিন্তু কিছু কিছু ভালো বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আছে যারা কিনা এলেক্সা র‍্যাংক ১০ লাখের নিচে না হলে সাইট অনুমোদন করবেন না  যেমনঃ adsterra
  • সাইটের বিশ্বস্ততা বাড়ে ।
  • সাইটকে প্রফেশনাল বুঝা যায় ।
Alexamaster ওয়েব সাইটটি  কিভাবে কাজ করে প্রথমে আপনাকে বুঝতে হবে ।
” আপনার ব্লগে এলেক্সা টুলবার ইন্সটল করা ট্রাফিক প্রতিদিন কয়টা আসলো ? বড় জোরে ২০ টা কিন্তু আপনি হয়ত জানেন অথবা জানেন না যে ভিজিটরে  এলেক্সা টুলবার  ইন্সটল করা থাকলে আপনার র‍্যাংক কত  দ্রুত কমবে । alexamaster এ রয়েছে অসাধারণ ফিচার যেমন ঃ আপনি অন্য জনের ওয়েব সাইট সার্ফ করতে হলে আপনাকে অবশ্যই এলেক্সা টুলবার ইন্সটল করতে হবে , এতে আপনি যা ট্রাফিক পেলেন সব এলেক্সা টুলবার ওয়ালা তাহলে এই রকম ভিজিটর ৫০০ ই  যথেষ্ট ।
দেখবেন র‍্যাংক একদিনেই কত কমে “

কিভাবে শুরু করবেন?

প্রথমে এই লিংকে গিয়ে সাইন আপ করুন   ।  সাইন আপ করে ওয়েব সাইট সেকশান থেকে আপনার ওয়েব সাইট এড করুন । তার পরে Earn points এ ক্লিক করুন ওইখানে আপনাকে Daily free points ক্লিক অনেক পয়েন্ট ফ্রি দিবে . তারপরে unlimited points এ ক্লিক করে সার্ফ শুরু করেন , এটা যেহেতু অটো সার্ফ তাই আপনাকে কিছুই করতে হবে নাহ চালু করে ঘুম গেলেই হপে ?

বিশেষত্ব কি?

কিছু কিছু বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আছে যারা কিনা এড ইম্প্রেশানের উপর টাকা দেয় যেমনঃ adsterra আপনি এলেক্সা মাস্টারের মাধ্যমে পাচ্ছেন এড ইম্প্রেশান যার মাধ্যমে আপনি এটি আয় ও করতে ও পারেন তবে সাবধান ধরা খেলে ব্যান করে দিবে , কিন্তু কৌশল একটা আছে আপনি যদি এলেক্সা মাস্টারে ভি আইপি মেম্বার হোন তাহলে আপনি ট্রাফিক সোর্স পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে অরগানিক ও করতে পারেন এতে এড নেটওয়ার্ক কখনোই বুঝতে পারবেনা এই সিক্রেটটি

আজকের জন্য বিদায় মুক্ত আইটি এর সাথেই থাকুন

*** টিউনটি পড়ে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনি এটি  ফেসবুক, গুগল প্লাস, টুইটারে   শেয়ার করতে ভুলবেন না  ***