গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বিষয়ক উম্মুক্ত সেমিনার
********************************************************************
অনেকেই আছেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইড লাইন পাচ্ছেন না, তাদের জন্যই আমাদের এই উম্মুক্ত সেমিনার ।
********************************************************************
রেজিষ্ট্রেশন লিংক: https://goo.gl/v9Lt86
তারিখঃ ২৪-১১-২০১৬ (বৃহস্পতিবার)
সময়ঃ
************
দুপরঃ ১২.৩০ টা থেকে ০১.৩০ টা
বিকালঃ ০৩.০০ টা থেকে ০৪.৩০ টা
********************************************************
জরুরী প্রয়োজনে: 01782 392382, 01624 861796
স্থান: মুহাম্মাদিয়া সুপার মার্কেট, রুম নম্বর ঃ ১১৭, ৩য় তলা, ৪ তল্লাবাগ ( সুবাহান বাগ ) ঢাকা -১২০৭
লোকেশন: https://goo.gl/T0xHBM
graphic-deisgn-free-seminar
কর্মসংস্থান ও অর্থনৈতিক সমস্যার সমাধানে ফ্রিল্যান্সিং এখন সময়ের দাবি । বেকারত্ব সমস্যা যেখানে বাংলাদেশের মৌলিক সমস্যা , সেখানে তথ্য প্রযুক্তির এই যুগে যে কোন পেশার পাশাপাশি বেছে নিন ফ্রিল্যান্সিংকে স্মার্ট ক্যারিয়ার হিসেবে ।

অন্যান্য সব চাকরির চেয়ে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে নিরাপদ ও ঝামেলা বিহীন। অনলাইন মার্কেটে কাজের পাশাপাশি দেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল বেতনে চাকরি করার সুযোগ রয়েছে একজন গ্রাফিক্স ডিজাইনারের। বর্তমান মার্কেটপ্লেসে গ্রাফিক্স ডিজাইনের ব্যপক চাহিদা। আসলে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন একটি কাজ, যা শিখলে অনলাইন এবং অফলাইন – দুই ধরনের সেক্টরেই কাজ করা সম্ভব ।
.
ফ্রিল্যান্সিং সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য পেতে আমাদের ফেইজবুক পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন :
পেইজ লিংকঃ https://www.facebook.com/bdtech1
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/bdtech1
জরুরী প্রয়োজনে: 01782 392382, 01624 861796
.

Graphic Design Free Seminar
আলোচ্য বিষয়গুলো:ঃ
********************************************************************
১। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংকি?
২। বিভিন্ন মার্কেটপ্লেস সর্ম্পকে ধারানা?
৩। ফ্রিল্যান্সিং এর বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা ।
৪। ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার কি কি প্রয়োজন ।
৫। কি কি বিষয়ের উপর কাজের চাহিদা বেশি?
৬। আপনি কি কি শিখবেন ?
৭। অনলাইনে কিভাবে আউটসোর্স এর কাজে নিজেকে কিভাবে যুক্ত করবেন?
৮। আউটসোর্স কাজে আয় কত?
৯। বাস্তব ভিত্তিক পরামর্শ মূলক আলোচনা।

একদিনের এই ফ্রি সেমিনারে গ্রাফিক্স ডিজাইন কি, একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজের ক্ষেত্র, ন্যূনতম যোগ্যতা, টাইপোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও টুলের সঙ্গে পরিচয়, মার্কেটট্রেন্ড সম্পর্কে ধারণা ও অনলাইন মার্কেটেপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় বিষয়ে সম্যক ধারণা দেওয়া হবে।
.
এ ছাড়াও থাকবে প্রশ্নউত্তর পর্ব ।
.
সেমিনারটি সম্পূর্ণ ফ্রী এবং আসন সংখ্যা সীমিত। তাই দেরি না করে এখনই নিজের উপস্থিতি নিশ্চিত করুন । আপনি ফোন করেও আসন নিশ্চিত করতে পারেন ।

রেজিষ্ট্রেশন লিংকঃ https://goo.gl/v9Lt86
পেইজ লিংকঃ https://www.facebook.com/bdtech1
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/bdtech1
ইউটিউব লিংকঃ https://goo.gl/bOqbHj
লোকেশন: https://goo.gl/KFvrzt
জরুরী প্রয়োজনে: 01782-392382, 01624-861796

অফিসের ঠিকানা ঃ
ধানমণ্ডি ২৭, ড্যাফোডিল ইউনিভার্সিটি এর পাশের বিল্ডিং।
মুহাম্মাদিয়া সুপার মার্কেট, রুম নম্বর ঃ ১১৭, ৩য় তলা, ৪ তল্লাবাগ ( সুবাহান বাগ ) ঢাকা -১২০৭