Freelancing Questions and answer

যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই, তাদের যেসব প্রশ্নের উত্তর মাঝে মধ্যেই দিতে হয়ঃ
১/ ফ্রিল্যান্সিং আসলে কি?
উত্তরঃ যেসব কাজে কারো অধিনে মাসিক বেতন এর মাধ্যমে কাজ করতে হয়না, যখন খুশি কাজ করা যায়, আবার যখন খুশি ছুটি নেয়া যায়, সেটাই ফ্রিল্যান্সিং। শুধুমাত্র ইন্টারনেট এর মাধ্যমে কাজ করে ইনকাম করাই ফ্রিল্যান্সিং না। আপনাদের আশপাশে অনেক ফটোগ্রাফার দেখতে পাবেন যারা টাকার বিনিময়ে ছবি তুলে দেয়, কিন্তু কোন কোম্পানির অধীনে কাজ করেনা, তারাও ফ্রিল্যান্সার । তাদেরকে বলা হবে ফ্রিল্যান্স ফটোগ্রাফার ।
অনলাইন এর দিক দিয়ে ফ্রিল্যান্সিং বলতে বুঝায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ যত উন্নত দেশ আছে এসব দেশের মানুষেরা নিজেদের দেশের মানুষকে দিয়ে কোন কাজ করালে অনেক বেশি টাকা/ডলার/পাউন্ড খরচ করতে হয় । সেই একই কাজ বাংলাদেশ, ইন্ডিয়া বা ফিলিপাইন এর মত দেশের মানুষকে দিয়ে করালে অনেক কম খরচে করাতে পারেন । মনে করেন, একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করে দেয়ার জন্য যদি ইউ এস এ এর একজন লোককে ২-৩ হাজার ডলার দিতে হয়, সেই কাজ বাংলাদেশি কাউকে দিয়ে ৩০০ ডলার থেকে শুরু করে ২ হাজার ডলার দিয়েও করানো যায় ।
সেক্ষেত্রে আমাদেরও লাভ । যে আমাদের দিয়ে কাজটা করাবে, তারও লাভ
২/ ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়?
উত্তরঃ কাউকে যদি বলেন, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়, তাহলে সে কোন ভালো উত্তর দিতে পারার কথা না। কারন ফ্রিল্যান্সিং ও এরকমই একটা পেশার নাম । একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার যেরকম অনেক বছর পড়াশুনা করে তারপর ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হয়েছে, আপনাকেও এরকম পড়াশুনা করে এবং কাজ শিখে তারপর ফ্রিল্যান্সিং পেশায় আসতে হবে ।
৩/ কত ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে?
উত্তরঃ এটা নির্ভর করবে আপনি কোন কোন কাজ করবেন এবং আপনি কতটা অভিজ্ঞ এই কাজে তার উপর ।
যেমন একজন শিক্ষক এর মাসিক ইনকাম এবং একজন ডাক্তার এর মাসিক ইনকাম তো একরকম না । আপনি যদি গ্রাফিক ডিজাইন এর কাজ করেন, তাহলে কাজ শিখে শুরু করার ৬ মাস বা ১ বছর পর আপনার গড় ইনকাম ৫০ হাজার হতে পারে । আরো কমও হতে পারে, আরো বেশিও হতে পারে । কম হবে না বেশি হবে তা পুরোপুরি আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে ।
আবার একজন ওয়েব ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার এর মাসিক ইনকাম ৬ মাস বা ১ বছর পর থেকে ৫০ হাজার থেকে ৩-৪ লাখও হতে পারে । আবার যারা হাতুড়ে ডেভেলপার তাদের ২০-৩০ হাজার হতে পারে । পুরোপুরি আপনার কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করবে আপনার মাসিক ইনকাম
৪/ ফ্রিল্যান্সিং কি আসলেই করা যায়?
উত্তরঃ বাংলাদেশে কয়েক হাজার ফ্রিল্যান্সার আছে যারা ১ লাখ এর উপর ইনকাম করে প্রতি মাসে । বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর জোয়ার চলছে ।
৫/ কাজটা পাবো কিভাবে?
আগে কাজ শিখুন যে কাজের ভবিষ্যতেও অনেক চাহিদা থাকবে । যেমনঃ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন । তারপর ঐ বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করে এরকম কারো অধীনে কিছুদিন কাজ করুন । পেমেন্ট নেয়ার দরকার নাই । তারপর সেই ফ্রিল্যান্সার যখন আপনাকে বলবে আপনি এখন প্রস্তুত কাজ করার জন্য, তখন অনেক অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে কাজ করার সেগুলোতে গিয়ে কাজ করতে পারবেন । কাজ জানা থাকলে কাজ পাওয়া এবং করে সাবমিট করা অনেক সহজ হয়ে যাবে ।
৬/ আমার বয়স ৪০ এর উপর বা ১৮ এর নিচে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো?
উত্তরঃ এই ক্ষেত্রে মন মানসিকতার উপর নির্ভর করবে । ১৮ বছরের নিচে একটা ছেলে বা মেয়ের মন মানসিকতা অতোটা প্রফেশনাল থাকেনা বা হওয়ার কথা না। ফ্রিল্যান্সিং করার জন্য কমিটমেন্ট, প্রফেশনালিটি এই ব্যাপারগুলা মেনে চলতে হয় যেগুলো আমরা বিভিন্ন অফিসে জব করার সময় দেখতে পাই । আর ৪০ এর উর্ধে হলে ধৈর্য ধারন করাটা কঠিন হয়ে যায়, কারন জব এর প্রেশার, বাচ্চা কাচ্চার কান্নাকাটি অনেক ঝামেলা । এই সমস্যাগুলো না থাকলে করা যাবে ।
৭/ প্রতিদিন কয় ঘন্টা কাজ করতে হয়?
উত্তরঃ ফ্রিল্যান্সিং কোন জব না। এটা একটা সিরিয়াস বিজনেস । ক্লায়েন্ট মেইন্টেইন করে কাজ জমা দিয়ে টাকা নিতে হয় । এটা ব্যাবসা বানিজ্যের ক্ষেত্রেই বেশি দেখা যায় । তাই আপনি ৬ ঘন্টাও কাজ করতে পারবেন । ১০ ঘন্টাও কাজ করতে পারবেন । সারাদিনও কাজ করতে পারবেন । অনেক ফ্রিল্যান্সারকে দেখবেন সারা রাত কাজ করে । আসলে কাজগুলো দিনেই করা যায় । ফ্রিল্যান্সাররা শুধুমাত্র রাতে ক্লায়েন্ট দের সাথে কথা বলে বা যোগাযোগ ঠিক রাখে ।
৮/ কি কি লাগবে কাজ শেখার জন্য?
উত্তরঃ নিজের কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন লাগবে । আর কম্পিউটার ব্যাবহার করার মত অভিজ্ঞতা থাকতে হবে । এসব এর পাশাপাশি ইংলিশ এর উপরও জোর দিতে হবে । কম্পিউটার এবং ইন্টারনেট ব্যাবহার করতে পারলেই কাজ শিখতে পারবেন । আবারো বলছি, কাজ শেখার জন্য, করার জন্য না এগুলো লাগবে । কাজ শেখার জন্য শুধুমাত্র কম্পিউটার এবং ইন্টারনেট ব্যাবহার করতে পারলেই চলবে এবং ইংলিশ রিডিং, রাইটিং এবং একটা বাংলা লাইনকে ইংলিশ এ সুন্দরভাবে লেখার অভিজ্ঞতা থাকতে হবে ।
৯/ মোবাইল দিয়ে কাজ শেখা বা করা যাবে ?
উত্তরঃ যা, যাবেনা ।
১০/ আমি খুবই নিম্নবিত্ত পরিবার এর ছেলে, আমার নিজের কম্পিউটার নাই, ইন্টারনেট কানেকশন নাই, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করবো?
উত্তরঃ আপনার জন্য এই মুহূর্তে ফ্রিল্যান্সিং না। এই সমস্যাগুলো সমাধান হওয়ার পর ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করুন । কারন ফ্রিল্যান্সিং শেখার এবং করার জন্য আপনার প্রতি মাসে অনেক টাকা খরচ হবে ইন্টারনেট বাবদ বা কম্পিউটার বাবদ ।
১১/ আমার কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, শেখার মত মন মানসিকতা, ধৈর্য এবং সময় আছে, কোথা থেকে শিখবো?
উত্তরঃ ইউটিউব এ অনেক অনেকে ভালো ভিডিও আছে শেখার মত । যে কাজ এর উপর ফ্রিল্যান্সিং করবেন, সেই কাজ করছে এমন কোন ফ্রিল্যান্সার এর কাছ থেকে পরামর্শ নিয়ে ইউটিউব এর ভিডিও দেখে দেখে শুরু করুন শেখা । তবে ধরে রাখবেন । এভাবে শিখে দক্ষ হওয়ার জন্য নূন্যতম ১ বছর লাগতে পারে ।

পোষ্টটি অন্যের লেখা ফেসবুক থেকে কপি করে আনা, কিন্তু সকলের জানা প্রয়োজন বলে শেয়ার করলাম।