Tips-to-remember-in-freelancing

যারা বলেন ভাই আমারে ফিলেন্সার বানায় দেন এ স্ট্যাটাস টা তাদের জন্নে আর যাদের ঘরে বসে বড় লোক হওয়ার সপ্ন দেখে দেখে বিছনা নষ্ট করেন । স্ট্যাটাস ক্রেডিট সিপলু ভাই ( Shiplu Hridoy)

ফ্রীল্যান্সিং করে বাড়িতে বরোলোক কিভাবে হওয়া যাবে? (সহিহ শুদ্ধ পথ কোন ভ্যাজাল নাই)
জি ভাই হওয়া যাবে তার আগে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন?
আপনি অনার্স+ মাস্টার্স পাশ করতে কত দিন টাইম নিয়েছেন? যদি ৬ বছর হয়ে থাকে মনে রাখুন।
আপনি অনার্স+ মাস্টার্স পাশ না। ছোট বেলায় কারিগরি কাজ শিখেছেন? কত বছর টাইম লেগেছে? ৪ থেকে ৫ বছর। মনে রাখুন।
এখন আপনার ইঙ্কাম কত আর প্রথমে কত ছিলো?
এখন ২০ হাজার প্রথমে ভার্সিটির পিছনে শুধু টাকা ঢালছি অথবা ওস্তাদের কাছে ফ্রী কাজ শিখছি আর কাজ করছি।
ওকে তাহলে আপনি যদি বাড়িতে বসে বড়োলোক হইতে চান তাহলে আপনার আইটি ও টেকনিক্যাল বিষয়ে প্রচুর আগ্রহ থাকতে হবে। প্রচুর ধৈর্য থাকতে হবে। মেধা হাল্কা ভালো হইতে হবে।
প্রসিডিউরঃ
প্রথমে প্রচুর নেটে সার্স দিন যেই বিষয়ে ইঙ্কাম করবেন সেই বিষয়ে যত বাংলা ইংরেজী আর্টিকেল আছে পরুন। এর পর একটা সাবজেক্ট ফিক্স করুন যা আপনার ভালো লাগে আর আপনি পারবেন।
এর অর এই সম্পর্কিত যত ট্রেনিং আছে তা করে ফেলুন। ট্রেনিং করার আগে ঐ বিষয়ে বাংলা ইংরেজী ভিডীও টীউটোরিয়াল টেক্সট টীউটোরিয়াল পড়ুন।
এর পর ট্রেনিং এ ভর্তি হয়ে যান।
এর পর রিয়েল টাইম কিছু প্রজেক্ট বানান/
এর পর কোন কোম্পানি বা সিনিয়র ফ্রীল্যান্সার এর হাত পা ধরুন যাতে আপনাকে তার আন্ডারে বিনা বেতনে ১ বছর ইন্টার্নি করার সুযোগ দেয়। আপনি নিজের টাকা খরচ করে তার অফিসে যাবেন আসবেন বিনিময়ে মস সেষে এক টাকাও পাবেন না এই নিয়তে কাজ শুরু করুন।
তার ইনিস্ট্রাকশনে কাজ করুন। কাজ বুঝুন।
ইংরেজীতে দক্ষ হইতে সাইফুরস বা এফ এম মেথডে যত স্পোকেন রিলেটেড ব্যাসিক এডভান্সড কোর্স আছে সব গুলা করুন।
এর পর পার্সপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সব রেডি রাখুন।
স্কিল, পেওনিয়ার এর একাউন্ট খুলে ফেলুন।
এইবার ১ বছর পার হইলে ইন্টার্নি শেষ হইলে বাসায় হাই স্পিড এর নেট এর লাইন নিন।
ওডেস্ক , ইল্যান্স, ফ্রীল্যান্সার এর যত পরিক্ষা আছে এই রিলেটেড ব্লগ গুলা যত আছে সব গুলা ঘাটুন। পরিক্ষা দেওয়ার জন্য থিউরি সব আয়ত্তে আনুন।
এবার এক যোগে ওডেস্ক, ইল্যান্স, পিপল আর আওয়ার, ফ্রীল্যান্সার এর একাউন্ট খুলুন।
সব গুলার আইডি ভেরিফাই করুন, পরিক্ষা দিয়ে ১০০% প্রফাইল কমপ্লিট করুন।
এর পর বিড করুন।
৩ সপ্তাহ টানা বিড করুন।এক্টা না একটা কাজ পাবেন ই।
প্রথম কাজ খুব মনোযোগ দিয়ে করুন। ভালো ফিডব্যাক নিন।
এর পর ১ বছর লোয়ার অথবা মিড লেভেলের কাজ করুন।
এর পরের বছর হাই লেভেলের কাজ করুন।
পরের বছর থেকে আপনার নূণ্যতম ইঙ্কাম ৩ হাজার ডলার হবে।
টোটাল টাইম লাগবে আড়াই বছর। দুনিয়াতে কোন জব নাই যেখানে ইনিশিয়াল বেতন ১০ হাজার টাকা হলে আড়াই বছর পরে বেতন আড়াই লাখ টাকা হবে।
১ বছর কাজ করুন। দেখবেন ব্যাংক ব্যালেন্স ৩০ থেকে ৪০ লাখ টাকা হইছে।
এই মেথড কেউ এপ্লাই করার পরে যদি না টাকা কামাইতে পারেন তাহলে আমি তার একাউন্টে ৪০ লাখ টাকা দিয়ে দিবো। তবে শর্ত এক্টাই আমার পুরা মেথড ১০০% মেনে চলতে হবে। সব সর্ত সহ।