• সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার প্রথম পোস্ট করছি এবং টেকটিউনস কে ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের এই মঙ্চে আমার এই অভিগতার শেয়ার করার সুযোগ দিয়েছে । বানান বা লেখার কোনো গোন্ডোগোল থাকে তাহলে ভাই মনে করে মাফ করে দেবেন PLEASE । আজ আমি বলব আমি আর আমার পিটিসি আর্নিং লাইফের কিছু গভির কথা যা অনেক পিটিসিবিগিনার এবং যার অনলাইন আর্নিং জগতে নতুন তাদেরকে সাহায্য করবে ।

    আজ ছয় মাস ধরে অনলাইন আর্নিং এর জগতে আছি । প্রথম দিকে আমি অনেক কিছু করে অনলাইন আর্নিং করার চেষ্টা করেছি যেমন , ব্লগিং , ডাটা এন্ট্রি , ফেসবুক টুআটার লাইক , আর্টিকেল লিখে কিন্তু সবই শেষ পর্যন্ত ব্যার্থতাই পর্যাবেশিত হচ্ছিল ( তখন আমি পিটিসি কি তা জানতাম না বা দেখলেও ততটা গুরত্ব দিনি ) কিন্তু এটা বলছিনা যে এসব খারাপ তবে না জেনে বুঝে কাজ করাটা খারাপ , প্রথেমে বুঝুন এবং কাজ করুন । এরপর একদিন ইন্টারনেট পিটিসি কি এবং কি করে ইনকাম করতে হয় তা নিয়ে বেস কিছু আর্টিকেল পরলাম , কিন্তু সেই আর্টিকেল গুলোতে বলা ছিল বেসিরভাগ পিটিসি সাইটই ফলস তার মধ্যে কিছু সাইট পে করে অর্থাৎ 97%স্কাম তো 3% রিয়েল সাইট , তাই রিয়েল সাইট গুলোকে খুজে বার করায় হয়ে যায় মুশকিল । যদিও সেখানে কিছু সাইট উধারনস্বরুপ দেওয়া ছিল যেগুলি ছিল লিজেট এবং রিয়েল ভাবে পে করে ,

    1) http://www.fusebux.com

    2) http://www.probux.com

    3) http://www.zapbux.com

    4) http://www.neobux.com

    5) http://www.clicksense.com

    আমি এসব সাইটগুলোতে যুক্ত হয় এবং সত্যই আমি পেমেন্ট পাই । তাছারাও প্রথমদিকে আমি অন্য কিছু সাইটে যুক্ত হয় ,

    twodollar.com , cashtask.com , 10dollar.com , oneworldbux.com , binarybux.com , naidbux.com , bonusbux.com ,

    এই সকল সাইট গুলি আমাকে প্রতেক ক্লিকে দশ ডলার থেকে 10 সেন্ট পে করছিল তাই আমি মনের সুখে ক্লিক করতাম বাট যেদিন আমি পেআউট (আগে একটা কথা বলেনি এসকল সাইটে মিনিমাম পেআউট ছিল 1000 ডলার থেকে 10 ডলার পর্যন্ত) করতে যাব পেআউট আর হয় না , একদিন গেল একসপ্তাহ মাস গেল পেআউট হয় না অবশেষে গাল দিতে দিতে এইসকল সাইট ত্যাগ করলাম । তাই পিটিসি বিগিনার দের একটা কথা বলি একটা পিটিসি সাইট কখনই এক ক্লিকে 1 সেন্ট এর বেশি দিতে পারে না যদি দেয় তো সেই সাইট হয় স্ক্যাম আর নয়তো ইনভেস্ট বা মেম্বারশিপ আপগ্রেড করে পেমেন্ট নিতে হবে আর এদের মিনিমাম পেআউট রেট খুব বেশি হয় । তাই যে সাইট জয়েন করবেন তার সম্পর্কে সম্পুর্ন খোজখবর নিয়ে যুক্ত হবেন তার জন্য তো গুগল আছেই গুগল সার্চ করবেন সেই সাইটের ঠিকুজিকুষ্টি পর্যন্ত বার করে দেবে । আমি এখন পিটিসি সাইটের উপর বিসনেস করে মাসে $50 dollar $60 dollar ইনকাম করি আর ব্লগিং ও এসইও শিখছি । আপনি যদি আমার মতো ইনকাম করতে চান তো আমি বলব আগে আপনি কিছু লিজেট সাইট খুজুন যার উধাহরন কিছু নীচে দিলাম ,

    1) http://www.fusebux.com (payment 3 times)

    2) http://www.probux.com (payment 2 times)

    3) http://www.zapbux.com (payment 3 times)

    4) http://www.neobux.com (payment 2 times)

    5) http://www.clicksense.com (payment 3 times)

    6) http://www.grandbux.net (payment 4 times)

    7) http://www.eightclix.com (payment 2 times)

    8) http://www.imoobux.com (payment 1 times)

    আর যারা পিটিসি সাইটের উপর কাজ করছেন তাদের আমি কিছু স্কাম সাইটের লিস্ট দিলাম এসব সাইটে কাজ করছেন তো আর কাজ করেন না পেমেন্ট একদম পাওয়া যাবে না :-

    twodollar.com , cashtask.com , 10dollar.com , oneworldbux.com , binarybux.com , naidbux.com , bonusbux.com , cashbux.info , regalclix.com , 100dollars.com , deepbux.com , cupbux.com , ionbux.com , wecliz.com etc

    আমার লেখাতে ভুল থাকলে প্লিস মাফ করে দেবেন আর আমি আবার আন্তরিক ভাবে টেকটিউনস কে ধন্যবাদ জানাচ্ছি , কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি উত্তর দেব । সবশেষে আমি একটা কথা বলছি পিটিসি সাইট গুলি আজ আছে তো কাল নেই তাই কিছু শিখে ইনকাম করার চেষ্টা করুন । এরজন্য ব্লগিং আছে SEO আছে আরও বিভিন্ন পথ আছে ।