আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। আজকে দেখাব কিভাবে ব্লাঙ্ক ডিস্ককে বার্ন করতে হয় এবং ব্লাঙ্ক ডিস্ক কে কিভাবে পেনড্রাইভ এর মত ব্যবাহার করবেন।

আমরা অনেকেই ব্লাঙ্ক ডিস্ক বার্ন বা রাইট করতে পারি কিন্তু আপনি কি জানেন আমরা ইচ্ছা করলে এই ডিস্ক গুলকে পেনড্রাইভ এর মত ব্যবহার করতে পাব ? জি হ্যা। আমরা ইচ্ছা করলেই আমাদের ডিস্ক এ নতুন ফাইল ভরাতে পাব এবং ডিলিট করতে পাব। এবং সেই ডিস্কটিকে উইন্ডোজ এক্সপি থেকে উপরের যেকোনো ভার্সন এ ব্যবাহার করতে পাব  যে কোন পিসিতে। এর জন্য আপনাকে নিরো বা কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না, আপনি উইন্ডোজ এর ডিফল্ট সিস্টেম থেকেই কাজটি করতে পাবেন। নিচে ভিডিওটিতে দেখেনিন কিভাবে করবেন, কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

আমার পোস্ট গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তবে আমার ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন এবং কম্পিউটার সম্পর্কিত যেকোনো সমস্যা আলোচনা করতে পারেন। ফেসবুক গ্রুপ

আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।