পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

যারা নিজেদের ফেসবুক একাউনটের নাম বদলাতে চাচ্ছেন কিন্তু ফেসবুক বদলাতে দিচ্ছে না মানে ৫ বারের বেশি বদলাতে চান তাদের জন্য এই পোস্ট, চেষ্টা করে দেখতে পারেন হয়ে যেতে পারে।
প্রথম ধাপ : আপনার যে একাউন্টের নাম পরিবর্তন করবেন তা দিয়ে লগিন করবেন। তারপর Account Setting এ গিয়ে বাম পাশের security থেকে Deactive account এ click করুন তারপর Reason for leaving এ My id was hacked দিয়ে Here এ ক্লিক করুন।
২য় ধাপ: Continue চাপুন।।।।।।
৩য় ধাপ: Continue চাপুন।।।।।।
৪র্থ ধাপ: নতুন পাসওয়ার্ড দিন।।।
৫ম ধাপ :আপনার ইচ্ছে হলে ইমেইল পাসওয়ার্ড চেইন্জ করতে পারেন ।।। না হলে Continue চাপুন।।।।।।
শেষ কাজ: current Name (change) click করে নাম চেইন্জ করুন ।।।
বি: দ্র: – এই টিউনটি তখন ইউজ করবেন যখন আপনার নাম আর চেইন্জ করতে পারবেন না এবং এটা একদম নিজ দ্বায়ীত্বে করবেন, আপনার আইডিতে কোন সমস্যা হলে লেখন দায়ী থাকবে না, কারণ এটা অনেকের সর্তকতার সঙ্গে করতে পারে না বলে অনেক সমস্যার সম্মূখিন হয়। তাই নিজের দ্বায়ীত্বে করবেন। এটা প্রথমে অন্য একটি আইডি দিয়ে চেষ্টা করুন যেটিতে কোন সমস্যা হলেও আপনার কোন ক্ষতি হবে না, তারপর যদি সেটা দিয়ে আপনি করতে পারেন তাহলে আপনার নিজের আইডিতে চেষ্টা করুন। ধন্যবাদ।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
আমাদের ইসলামিক ওয়েব সাইটঃ www.islamicambit.com
আপনি কি ডোমেইন+হোষ্টিং/নতুন ওয়েব সাইট তৈরী করার কথা ভাবছেন? তাহলে এখনই যোগযোগ করুন www.hostambit.com www.shaplahost.com