ফেসবুক জন্ম সুত্র থেকে নীল । কারন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হলেন বর্ণাধ্য। উঁনি একমাত্র নীল রঙ -ই ভালোভাবে দেখতে পান। তাই ফেসবুকের রঙ আর পরিবর্তন করা হয় না। কিন্তু তাই বলেকি আমরাও বর্ণাধ্য নাকি ? আমাদেরও তো প্রিয় রঙ আছে তাইনা! উঁনি জোর করে চাপিয়ে দিলেন আর হয়ে গেলো ? আমরা কক্ষনোই মানবো না। আর সেজন্যেই কিছু ওয়েব ডেভেলপার বানিয়েছেন জনপ্রিয়ও ওয়েব ব্রাউসার গুলোর জন্য এক্সটেনশন (Extention) বা অ্যাড-অনস (Addons)
নিচে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে। লক্ষ্য করুন।
আমি তো অনেক আগেই আমার প্রোফাইলের রঙ পরিবর্তন করে নিয়েছি তো এবার আপনারাও করে নিন।
যদি আপনি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন তাহলে এই লিংক=>
http://www.ziddu.com/download/23075093/color-my-facebook.exe.html
প্রথমে ডাউনলোড করে নিন
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন।
এবার ব্রাউজার টি রিস্টার্ট দিন।
এবার আপনার ফেসবুক প্রোফাইল এ যান। নিচের ছবির মতো আপনার প্রিয় রঙ পছন্দ করে Save এ ক্লিক করুন।
![](http://4.bp.blogspot.com/-2QSBMMIuER4/UkrrlAxoRVI/AAAAAAAAAV8/aPKFaKTdorc/s400/4.jpg)
ব্যাস আপনার প্রোফাইলের রঙ পরিবর্তন হয়েছে।
কেমন হলো আপনার ফেসবুক প্রোফাইল?
একটু জানালে খুশি হবো। ধন্যবাদ
ey rong bodlano /notun rong ki sobai dekhb naki ami ekai dekhbo ? janale valo lagto .