বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে সোশ্যাল নেটওয়্যার্ক।আর এই সোশ্যাল নেটওয়্যার্ক এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ফেজবুক ও টুইটার। আর এই সোশ্যাল নেটওয়্যার্ক বা সামাজিক যোগাযোগটা এমন একটি পর্যায়ে চলেগেছে যেটা চিন্তাও করা যায় না। ধরুন আপনার বাড়িতে যদি অ্যাডাল ৫জন সদস্য থাকে তার মধ্যে ৪ জনই কোন কোন সামাজিক যোগাযোগের সাথে জোড়িয়ে আছে।

তাই আপনি নিজেও সতর্ক হন এবং সবাইকে সতর্ক করুন। আসুন আমরা কিছু সতর্কতা সম্পর্কে জেনে নেই।

১। আপনার সোশ্যাল নেটওয়্যার্ক -এ কখনোও  টেলিফোন নম্বর বা নিজের মোবাইল নম্বর দেবেন না। এই সোশ্যাল নেটওয়ার্ক দেওয়া  ফোন নম্বর শেয়ার করা বিপজ্জনক।

২।সোশ্যাল নেটওয়ার্কে কখনো আপনার বাড়ির অথবা বাসস্থানের ঠিকানাও দিবেন না। সোশ্যাল নেটওয়ার্কে ঠিকানা শেয়ার করলে বাইরের বিপদ ঘরে ডেকে আনার সামিল হবে।

৩। আপনি যে কাজ বা যে পেশার সাথে জরিত সেই কাজ বা পেশার কোন রকম তথ্যই দেবেন না। এতে করে আপনার পেশাজীবনে বড় রকমের ঝুকির সৃষ্টি হতে পারে। কোন  রকমেই আপনার অফিস-সংক্রান্ত পোস্ট করবেনা। এতে আপনার নিজের ক্ষতি হতে পারে।

৪। আপনার সঙ্গে আপনার কার কার সম্পর্ক ভালো বা মন্দ সেটি কখনোও শেয়ার করেবেন না।বিশেষ করে ফেসবুকে তো শেয়ার করবেনা। এই সম্পর্কটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়।এই ব্যক্তিগত বিষয় যদি আপনি ফেজবুক সহ অন্যকোন স্যোশাল নেটওয়ার্কে শেয়ার করেন তাহলে বিপদ আপনার জন্য অপেক্ষা করবে।

৫। আপনার অর্থ সংক্রান্ত তথ্য ফেসবুকে দিবেন না। এতে করে আপনার জীবনের হুমকি হয়ে দ্বাড়াতে পারে।

পোষ্টটি ভালো লাগলে ঘুরে আসুন এবং লিখুন আমার ওয়েব সাইটে।