বন্ধুরা তোমরা অঝথা ফেস বুকে সময় নষ্ট কর না, কারন ফেসবুক হচ্ছে সব থেকে বড় চাল বাজ, বেইমান, ও ফ্রেব বাজি কোম্পানি।

এগুলো কেন বলছি???/

বলছি কারন ফেসবুকের চেয়ে ও বড়ো বড়ো কম্পানি যেমন Google, Yahoo, Bing, etc all company মাসে ১০০০, ১০০০ বিলিন টাকা আয় করলেও তারা তাদের সমস্ত টাকার ৪৫% অংশ ভিসিটরদের (মানে আমি আপনি যেমন ফেসবুক ভিসিট করি তাই আমাওরা ফেসবুকের ভিসিটর) দেয়, কিন্তু ফেসবুক সেখানে একটা চারানাও কাওকে দেয় না, সে তো দেয় না তারপরেও ফেসবুক চালাতে গেলে হাজার হাজার নিয়ম মেনে চলতে হয়, তারপর ও যারা বোঝে না তার বার বার ব্লক খায়, আর আমাদের এখানকার মানুষের এই ছাড়া উপায় নেই তার কারন এলাকার সবায় ফেসবুক চালায় তায় বাধ্য হয়ে আমিও চালায়,

কিন্তু সে দিন আসছে, যখন মানুষ ফেসবুক কে ভুলে যাবে, এমনকি এই ক মাসের মদ্ধে অনেক দেশেই ফেসবুক বন্ধ করে দেওয়া হছে।

হ্যা ঠিকই শুনছেন, না বিশ্বাস হলে গুগোল মামার কাছে জিগ্যেস করেন।

কিন্তু কার জোরে জোর বেধে এই কাজ করেছে জানেন কি????

জানেন না ???

আমি বলছি সোনেন, সেই মহা পুরুষ হচ্ছে জাপানে আবিস্ক্রত একটি কোম্পানি যার নাম TSU

এই TSU ও হচ্ছে ফেসবুকের মত, আপনি ফেসবুকে যা যা সবিধে পান এখানে তার চেয়েও অনেক বেসি সুবিধা পাবেন, এবং সব থেকে বড়ো যে বিষয় টি যার জন্য এটি ফেসবুক কে টেক্কা ডিচ্ছে সেটি হল এরা তাদের ভিসিটর দের পে করে মানে ইঙ্কাম করার সুবিধা দেয়।

আপনি যেমন Facebook এ Likes, Comments, Shares করতে পারতেন তেমনি TSU তে ও আপনি Likes, Commenys, Shares করতে পারবেন, কিন্তু একটা যাগায় পার্থক্ষ্য হল যে আপনি Facebook ও সব করলে কোনো লাভ হত না শুধু মোন ভোরতো যে এই ‘এত্ত লাইক পাইছি এগুলো আজ দুপরে বেশ ভালো করে রেধে পেট ভোরে খাব’ কিম্বা এরকম যে ‘বাহ আজ তো ভালোই লাইক পাইছি আর ১০০ টা লাইক হইলেই একটা নতুন ফোন কিনব” কি???? এরকম কিছু ভাইবেছেন কখনো? হয় তো ভাবেন নি কারন Facebook এর লাইক দিয়া মন ছাড়া আর কিছু ভরে না, কিন্তু এখানে TSU অন্য রকম আপনি যদি একটা ফটোই ১০০ টা লাইক পান না তাহলে আপনার হবে $০.১০, এটা কিন্তু সামান্য নয় আরো পড়েন সব বুঝতে পারবেন।

তো আমি আর বেশি বক বক করবো না, এবার এগোনো যাক চ্চলুন।

 

সবার মনে একটাই প্রশ্ন আসতে পারে তাই আগে থেকে তার উত্তর দিয়ে দেই

১)প্রশ্নঃ TSU টাকার উতস কি??????????

ঊত্তরঃ আরে ভাই নিজের পকট থেকে কেওই কিছু দেই না, এরাও দিচ্ছে না, Google, Facebook, Yahoo Bing etc company এর মত এরাও এড Show করে টাকা ইঙ্কাম করে এবং তার ৪৫% আমাদের কে দেয়.

২) প্রশ্নঃ এরা কিশের মাধ্যমে টাকা দেয়????????

উত্তরঃ এরা প্রথমে Google এর মতো বাড়ি চেক পৌছে দিত, কিন্তু এখন Paypal, Paynore, Payza etc এর ,মাধ্যমে ও ডলার Pay করছে।

৩) কত টাকা হলে তুলতে পারব??

উত্তরঃ ১০০$ হলেই তুলতে পারবেন, তবে প্রথমে ১০০$ হতে অনেক সম্য লাগবে, কিন্তু যখন ৪০০০-৫০০০ বন্ধু এবং ফলোয়ার হয়ে যাবে তখন মাসে ৪০০$-৫০০$ ও কামাতে পারবেন

 

  1. একটা কথা আগে থেকেই বলে রাখি এখানে শুরুতে আপনি কিন্তু খুব কম কম করে Dolar ইঙ্কাম করতে পারবেন, কিন্তু আপনি যদি টাকার উদ্দ্যশে না ঘুরে Facebook r মত এটা কে use করতে থাকেন তাহলে টাকা আপনাকে Follow করবে তাই প্রথমে ঢুকেই টাকা টাকা করবেন না,
  2. ·         আপনার প্রথম উদ্দ্যশ্য হবে ৪০০০-৫০০০ বন্ধু বানানো, এটা করতে আপনা কে প্রায় তিন-চার মাস লেগে যাবে, কারন আপনি দিনে ৫০ টার বেশি Friend request পাঠাতে পারবেন না, যখন দেখবেন ৫০ টা request হয়ে গেছে তখন সবাইকে Follow করতে লাগবেন।
  3. ·         কিপটামি বাদ দিবেন, আপনি দিনে ১০০০টি  Like, ১০০০টি Comment, এবং ১০টি Share করতে পারবেন তাই সবায় কে Like এবং comment দিবেন দেখবেন আপনার পোস্ট গুলোতেও তারা Like comment back করছে।
  4. ·         প্রত্যেক দিন কমপক্ষে ৪৫টা করে পোস্ট দিবেন এখানে আপনি সর্বচ্চো ৫০ টি পোস্ট করতে পারবেন  (আর একটা কথা যেটা খুব ভালো ভাবে মাথায় রাখবেন সেটা হল এখানে কিন্তু ইউনিক পোস্ট ছাড়া করা যবেনা, মানে কোণো প্রকার Copyrighted পোস্ট করা যাবেনা করলেই Bann, তাই নিজের ফোনে প্রুচুর ছবি তুলবেন এবং তাই পোস্ট করবেন)
  5. ·         ওস্তাদি করে যেন দু-তিন্টে একাউন্ট খুলবেন না ওরা খুব বদ আপনাকে লাত্থি মাইরা বাইরে ফালায় দিবে, তাই যারা নতুন শুরু করবেন তাদের জন্য ফেসবুকের ভালো একটি গ্রুপ হচ্ছে ‘TSU success team BD’ এখানে রোজ রাত ১০টার পরে একটি করে পোস্ট করা হয়ে, সেখানে সবাই সবার ID কমেন্ট করে এবং একে অপরের ID তে গিয়ে Like, Comment, Share করে সহযোগিতা করেন।
  6. ·         আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু বংশ পরিচয় লাগে অর্থাৎ আপনি কোন বংশের লোক মানে মানে আপনি পরিচয়ে TSU তে এসেছেন বা একথায় আপনাকে TSU তে জন্ম দিল কে তার পরিচয় মানে আমি, আমি আপনাকে  TSU কথা জানালাম তার মানে আপনি আমার ছেলে এবং আপনার কাছ থেকে যারা জানবে তার আপনার ছেলে এবং আমার পুতা পুত্নি যাকে TSU তে বলাহয়েছে ‘Family Tree’ এবং আমার ছেলে হতে গেলে আপনাকে আমার রেফারেল হতে হবে তাই এই RipoN4 প্রবেস করে Sing up করুন। (এবং আপনি যদি ডাইরেক্ট Sing up করেন তাহলে আপনি কোনো Family member হতে পারবেন না বা Family Tree বানাতে পারবেন না, )

 

পোস্ট বেশি বড়ো করবো না তাই কোনো প্রকার * আমার সাথে নিচে দেওইয়া যেকোনো মাধ্যমে যোগা যোগ করুন।

NOTICE

আবার একবার শর্টকাটে * টা বুঝিয়ে দেই

1 Like = 0.001$

1 Comment = 0.001$

1 Share = 0.010$

 

One Day Limited:

1000 Likes

1000 Comments

10 Shares

50 Friend requests

 

:For eny Help Contac me on

Name: RipoN sahaji

TSU ID: RipoN4

FB ID: Ripon.sahaji.5

Email ID: Riponsahaji@Yahoo.in

IMO, Whatsapp, Skype: +919091433125