আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আশা করি আল্লাহর রহমতে খুবই ভাল আছেন। আর আপনাদের দোয়াই আমিও ভালই আছি। তো চলুন সরাসরি আজকের টিউনে চলে যাই।
কিছুদিন আগে ফ্রি ইন্টারনেট নামে বাংলাদেশের তৃতীয় বৃহত মোবাইল অপারেটর কোম্পানী রবি একটা সুবিধা চালু করে। আর এই সুবিধার মুলে ছিল যে বাংলাদেশের সকলের কাছে ইন্টারেট সুবিধা পৌছে দিবে তারা। আর তাও ছিল বিনামুল্যে। এবং তারপর থেকে তাদের একটা ডায়ালগ প্রচলিত হয় যে “রবি সবকিছুতে ব্যাবসা খোজে না”। ভাল কথা,খুব ভালো,তাদের এই বিনামুল্যে ইন্টারনেট সুবিধার মধ্যে ছিল বাংলাদেশের ৩০ টি জনপ্রিয় সাইট। আর গ্রাহকগন তার রবি সিম দ্বারা ঐ ৩০ টি সাইট বিনামুল্যে ব্রাউজিং করতে পারবে। সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু কিছুদিন পরই তাদের জালিয়াতি ধরতে পারা যায়। যে বিনামুল্যে ফেসবুক ব্যাবহারে গ্রাহকগন ছবি দেখতে পারছেন না। তাহলে কিসের এই ফ্রি ইন্টারনেট????
তাই এই বিষয়গুলো মাথায় রেখে একটা ট্রিক বের করলাম যে কিভাবে রবিকে বাশ দেওয়া যাই আর সবশেষে তা পাইলাম। আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়েন।
প্রথমে আপনার ফোন এবং রবি সিম থেকে free.facebook.com এ প্রবেশ করুন। তারপর নিচের এড্রেশটা কপি করে প্রবেশ করুন http://free.facebook.com/l.php?u=lm.facebook.com।
কি দেখছেন??? ছবি দেখতে পারছেন। আশা করি পারছেন। এবার যখনই ফেসবুকে ডোকার ইচ্ছা হবে তখনই উপরের নিয়ম অনুযায়ী ফেসবুকে ডুকবেন অবশ্যই ছবি দেখতে পাবেন। রবি আমাদের সাথে হিটলারী করছে চলুন আমরাও রবিকে একটু ম্যাজিক দেখাই।
আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভাল থাকবেন।
আমার সাইটঃ http://trickround.com
প্রিয় লেখক
আপনার প্রতিটি পোষ্ট আপনি ক্যাটাগরী (বিভাগ) সিলেক্ট করেন Programming, কিন্তু আপনার কোন পোষ্ট’ই Programming রিলেটেড না। তাই অনুগ্রহ করে পোষ্ট করার পূর্বে সঠিক ক্যাটাগরী (বিভাগ) সিলেক্ট করুন।