আস সালামু আলাইকুম ! পোস্ট এর শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিছি এটা আমার প্রথম পোস্ট কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন !! তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন! আজকে আমার পোস্ট টি ফেসবুক এর ব্লক আইডি নিয়ে !! আপনারা অনেকে হয়তো জানেন বর্তমানে ফেসবুক এর আইন কানুন অনেক কড়াকড়ি করা হয়ছে ! ফেসবুকের নিয়ম বাহিরে অতিরিক্ত friend request, ফান পেজ শেয়ার , লাইক নানা কারনে আপনার ফেসবুক আইডি টি temporarily ব্লক হতে পারে ! সে ক্ষেত্রে আপনার আইডি ফিরে পাবার জন্য ফোন নাম্বার অথবা ফটো ভেরিফাই করতে হবে ! অনেক হয়তো জানেন কিভাবে ভেরিফাই করতে হয় যারা জানেন না অথবা নতুন ইউজার তাদের জন্য খুবিই কষ্টকর ফটো ভেরিফাই করা ! তো আপনারা যারা জানেন না অথবা নতুন ইউজার আপনাদের কারো আইডি যদি ব্লক হয়ে থাকে তাহলে এখানে যোগাযোগ করতে পারেন উনারা আপনার আইডি টি ফ্রি তে আনব্লক করে দেবে ! লিংক কাজ না করলে এখানে ক্লিক করেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমাদের এই ছোট পেজ এ আপনার দাওয়াত রইলো সময় পেলে ঘুরে আসবেন এখানে ফ্রিতে ফেসবুক এর ফটো ভেরিফাই করে আইডি আনলক করা হয় ! ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ !
ফটো ভেরিফাই এর জন্য ফেসবুক আইডি ব্লক ? নো প্রবলেম আমরা আপনার আইডি আনব্লক করে দেবো!!
Category:
ফেসবুক
কিন্তু এটা কতটুকু বিশ্বস্ত? আপনাদের আইডি দেয়ার পর দি আপনারা নিজ দ্বায়ীত্বে নিয়ে যান? আর যদি ফেরৎ না দেন? আর আশা করি ফ্রি বলে ফ্রিই করে দিবেন, এখানে ফ্রি লিখে আবার কাজের সময় টাকা দাবী করিয়েন না।
বাশার ভাই আপনার কথায় অনেক যুক্তি আছে কিন্তু ভাই এইটা ঠিক যে এরকম কোনো ঝামেলা কখনই হবে না ইনশালাহ
হুম। ধন্যবাদ।
যদিও আমি ফটো ভেরিফাই এ পড়িনি………….তারপরও
আপনারা যে মহৎ উদ্দ্যোগ নিয়েছেন,তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
যদি আমি এই রকম পরিস্থিতিতে পড়ি,আশা করি আপনারা সাহায্য করিবেন।
আমার একটি পরামর্শ………….
মন্তব্য জমা দেওয়ার সময় যে ক্যাপচাটি দিয়েছেন,তা তুলে দেন।
ক্যাপটা তুলে দিলে spamming হয়, তাই এটা দেয়া হয়েছে।