অনেকেরই ফেসবুকের নাম দেখা যায় এক শব্দের, কিন্তু আমরা কোন নতুন একাউন্ট তৈরী করতে গেলে বা আমাদের একাউন্টের নাম পরিবর্তন করতে গেলে দেখতে পাই Fast Name এবং Last Name এই দুটি বাধ্যতা মূলক, এই দুটি পূরর্ণ না করা পর্যন্ত সাইন আপ করতে দেয় না, তাই অন্যদের মত আপনিও কিভাবে এক Fast Name অথবা Last Name যে কোন একটি ব্যবহার করেই এ্যকাউন্ট করবেন তা দেখাবো আজ। তাহলে আর কথা না বাড়িয়ে কাজের কথা চলে যাই । এক শব্দের আইডি তৈরির জন্য আপনার একটি ইন্দোনেশিয়ান প্রক্সি www.proxynova.com/proxy-server-list/country-id/ সার্ভার ইউজ করতে হবে এবং নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
[+] অন্য ব্রাউজার দিয়েও করা যায়। আমি Mozilla Firefox দিয়েই উদাহারন দিলাম। প্রথমে Mozilla Firefox ওপেন করে Option>Advanced>Network>Settings এ যান।
[+] সেখানে Manual Proxy Configuration সিলেক্ট করে HTTP Proxy তে আপনার প্রক্সিটি সেট করুন।
[+] ফেসবুকের Language Settings এ গিয়ে ভাষা Indonesia সেট করুন।
[+] এবার Name Settings এ গিয়ে First Name এ আপনার পছন্দের নামটি দিন এবং Last Name খালি রাখুন।
[-] যদি আগে ৫ বার নাম পরিবর্তন না করে থাকেন, তাহলে হয়ে যাবে।
tag: Facebook single name use, how to use facebook single name, How to use my single name in facebook, ফেসবুকে একটি নাম ব্যবহার করুন, ফেসবুকে কিভাবে শুদু ফাষ্ট নেম ব্যবহার করবেন.
কেডিড বায় Šhâwñ Khâñ
এক কথাই ফাটা ফাটি ! 😀
ধন্যবাদ।
” Manual Proxy Configuration সিলেক্ট করে HTTP Proxy তে আপনার প্রক্সিটি সেট করুন।”
ami jani na amar Proxy konta,eta kivabe janbo ?