বর্তমানে সামাজিক যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুক নিয়ে চলছে নানান ধরনে প্রতারণা। আর এই প্রতারণার শিকার হচ্ছে অনেক ছেলে মেয়েরা । আর এই প্রতারণা করে বিশেষ করে প্রেমের ফাঁদ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা পয়সা। বিশেষ করে এই ধরনে ফাঁদে পড়ছে স্কুল কলেজের ছাত্র – ছাত্রীরা।আর নিজেরা ডিকে আনছে অনেক ধরনের বিপর্যয়। প্রোফাইল ছবিটি গুগল ইমেজে সার্চ দিয়ে দেখতে পারেন ছবিটি আরো কোথাও পাওয়া যায় কিনা। বেশির ভাগ ক্ষেত্রেই গুগল ইমেজে সার্চ দিলে দেখা যায় বিভিন্ন দেশেল নায়ক নায়িকাদের ছবি দিয়ে প্রোফাইলের ছবি বানানো হয়েছে।  তো যাই হক বন্ধুরা নিচে ভালো করে লক্ষ করুন কিভাবে ফেক আইডি সনাক্ত করবেন। যদি ভালো লাগে থাকে তাহলে নিচের লিংক থেকে ঘুরে আসুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করুন।

[button size=”large” type=”link” value=”এই ব্লগটি আমার” href=”www.techspotbd.com”]

এ্যালবাম এর ছবি ‍: সাধারণত ফেসবুক প্রফাইলে নকল ছবি থাকেনা বললেই চলে। এখানে নিজেদের ছবির বদলে বিভিন্ন পশুপাখি, নায়ক নায়িকা, ফুল ইত্যাদি ছবি ব্যবহার করে।
ফ্রেন্ড লিস্ট: ফ্রেন্ড লিষ্টে গিয়ে দেখবেন এই ধরনে ফেক আইডিতে সবসময় বিপরীত লিঙ্গের সংখ্যা বেশি থাকে । যেমন: ছেলে হলে মেয়ের ছবি আর মেয়ে হলে ছেলের ছবি দেওয়া থাকে।
বেসিক ইনফো: সাধারণত ফেক আইডিতে বেসিক ইনফো সঠিক দেওয়া থাকে না। স্কুল কলেজের যা নাম থাকে তার কোন অস্তিত্য নেই। নিজের আসল ঠিকানা দেওয়া থাকে ‍না এমন ঠিকানা দেওয়া হয় যার কোন নাম গন্ধ নেই।