কম্পিউটার/ইন্টারনেটে ফলাফল জানার নিয়মঃ

প্রথমে “এখানে ক্লিক” করুন এর পর নিচের মত একটি ছবি আসবে দেখুন।

SSC-Dakhil Result

ছবি নম্বরে সাথে মিলিয়ে কাজ করুন।

1। কিছু সিলেক্ট করা লাগবে না, কারন এখানে অটোমেটিক এস.এস.সি/দাখিল এসে থাকবে যদি না আসে তাহলে S.S.C/DAKHIL সিলেক্ট করুন ।

2। কিছু সিলেক্ট করা লাগবে না, কারন এখানে অটোমেটিক ইয়ার এসে থাকবে যদি না আসে তাহলে কোন ইয়ারের রেজাল্ট সিলেক্ট করুন।

3। কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে,তা সিলেক্ট করুন ( এখানে যদি জেনারেল লাইনে কেহ পড়াশুনা করে থাকে তবে শুধু বোর্ডের নাম,আর মাদ্ররাসায় পড়ে থাকলে মাদ্ররাসা সিলেক্ট করুন, অথবা, ভকেশনালের/টি টি সি/কারিগরী- জন্য টেকনিক্যাল সিলেক্ট করুন।

4। পরীক্ষার্থীর রোল নম্বর দিন।

5। সব শেষে সাবমিট করুন।

মোবাইলে ফলাফল জানার নিয়মঃ

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন SSC একটু ফাঁকা দিয়ে আপনার কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন আবার একটু ফাঁকা দিয়ে আপনার রোল লিখুন আবার একটু ফাঁকা দিয়ে কতসনে পরীক্ষা দিয়েছেন সেই ইয়ার লিখুন,  এবার পাঠিয়ে দিন 16222 যে কোন নাম্বার থেকে। (পরামর্শ= আপনি টেলিটক দিয়ে মেসেজ করলে অন্যদের থেকে তারাতারি পাবেন)

উধাহরণঃ- বরিশাল বোর্ড দিয়ে উধাহরন দিলামঃ- SSC BAR 123456 2013 লিখে পাঠিয়ে দিন 16222

ঐ সিষ্টেমে কোন সমস্যা হলে যদি না আসে তাহলে আবার এই নিয়মে চেষ্টা করুন।

SSC 1st 3 Letter of Board Roll লিখে send করুন 16222 এই নাম্বারে।

আরো একটি পরামর্শঃ- অনেকের নেট স্লো থাকার কারনে তারা যথা সময়ে ফলাফল দেখতে পারে না, তাই আপনি আমাদের গ্রুপে এখানে যোগাযোগ করুন এখানে একটি ডক্স পাবেন সেখানে আপনার রোল দিন, এবং ফলাফল জানাবে আমাদের গ্রুপের যারা হাই গতি সম্পন্ন নেট ব্যবহার করে তারা।

অধিকাংশ মোবাইলের একাউন্ট দেখতে গেলে একাউন্টের নিচে নিয়মটি দেখা যায়।