সাধারণ শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ পত্রিকা প্রকাশের অনুমতি প্রাপ্তির জন্য কি করতে হবে? নির্ধারিত ফর্ম পূরণ ক­রে দরখাস্ত দিতে হবে।
০২ পত্রিকা প্রকাশের অনুমোদন কত দিনে পাওয়া যেতে পারে? নির্ধারিত সময়সীমা নেই। তবে ৩ দিনের ম­ধ্যে কাজ শুরু করা হবে।
০৩ আমি একজন মুক্তিযোদ্ধা। আমার নাম কোন তালিকায় নেই, কি করতে হবে? জেলা/উপজেলা কমিটি বরাব­র দরখাস্ত করতে হবে।
০৪ আমি মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী/সন্তান। সৎকার খরচের টাকা কি ভাবে পেতে পারি? সংশ্লিষ্ট ইউএনও এর মাধ্য­মে আপনার আবেদন এ অফিসে জমা দিতে হবে।
০৫ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ­পেতে কি করতে হবে? জেলা প্রশাসক বরাব­র আবেদন করতে হবে।
০৬ ভাতা কোথা হতে উত্তোলন করতে হবে? মঞ্জুরী পেলে সংশ্লিষ্ট ইউএনও অফিস থে­কে।
০৭ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র কোথায় সংরক্ষণ করা হয়? জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী শাখায় বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ করা হয়।
০৮ শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে কোথায় আবেদন করতে হয়? জেলা প্রশাসক বরাবরে শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে আবেদন করতে হয়ে। আবেদনপত্র যাচাইয়ের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হয়।
০৯ কোন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/কোন কমিটি না থাকলে শিক্ষা প্রতি-ষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের বেতন-ভাতা কিভাবে উত্তোলন করতে হবে? যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/কোন কমিটি নেই, সে সকল প্রতিষ্ঠানের শিক্ষক অথবা কর্মচারীদের বেতন-ভাতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক/উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষর করেন।
১০ উপজাতীয়তার সনদ কিভাবে পাওয়া যায়? জেলা প্রশাসক বরাবরে আবেদন করার পর আবেদনের সত্যতা যাচাই সাপেক্ষে উপজাতীয়তার সনদ প্রদান করা হয়।

নেজারত শাখা

জিজ্ঞাস্য সমূহ

রাজস্ব (এসএ) শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ কৃষি খাস জমি বন্দোবস্ত আবেদন ফর্ম কোথায় পাওয়া যায়? সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে কৃষি খাস জমি বন্দোবস্ত ফর্ম পাওয়া যায়।
০২ সর্বোচ্চ কতটুকু জমি বন্দোবস্ত দেয়া যায়? সর্বোচ্চ ১.০০ একর জমি বন্দোবস্ত দেয়া যায়।
০৩ কোন শ্রেণীর মানুষ কৃষি খাস জমি পাওয়ার অধিকারী? ভূমিহীন কৃষক পরিবার কৃষি খাস জমি পাওয়ার অধিকারী।
০৪ কৃষি খাস জমি বন্দোবস্তের বিষয়ে কোন কমিটি আছে কি? কৃষি খাস জমি বন্দোবস্তের বিষয়ে প্রতি উপজেলায় ১টি উপজেলা কমিটি এবং জেলায় জেলা কমিটি রয়েছে।
০৫ জমা খারিজের আবেদন কোথায় করতে হয়? সংশ্লিষ্ট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করতে হয়।
০৬ জমা খারিজ মঞ্জুর ও বাতিলের অথরিটি কে? সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) জমা খারিজ মঞ্জুরী ও বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
০৭ বাতিল আদেশের বিরুদ্ধে আপীলের কোন সুযোগ আছে কি? থাকলে অথরিটি কে? হ্যাঁ। সংক্ষুব্ধ ব্যক্তি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে আপীল আবেদন করতে পারেন।
০৮ জলমহাল/বালুমহাল ইজারা প্রদানের কোন নীতিমালা আছে কি? হ্যাঁ।
০৯ সরকারী/ব্যক্তিমালিকানাধীন জবরদখলকৃত সম্পত্তি কিভাবে অবৈধ দখলমুক্ত করা যায়? সরকারী সম্পত্তির ক্ষেত্রে সরকারী প্রতিষ্ঠানের প্রধান ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) এর সুপারিশক্রমে জবরদখলকৃত ভূমি হতে উচ্ছেদ করা যায়।

 

 

রাজস্বমহাফেজখানাঃ

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ আর ও আর ও সি এস এর নকশা পাওয়া যায় কিনা? না হলে কোথায় পাওয়া যাবে? না। এগুলি জেলা সেটেলমেন্ট রেকর্ডরুমে সংরক্ষিত আছে।
০২ সই মুহুরী নকলের দরখাস্ত কোথা হতে সংগ্রহ করা যাবে? কত টাকা কোর্ট ফি দেয়া লাগবে এবং কত দিনে নকল পাওয়া যাবে? ১০ (দশ) টাকার কোর্ট ফি সহ সরকার নির্ধারিত কার্টিজে দরখাস্ত করতে হয়। যা বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডরের নিকট পাওয়া যাবে। এস্টিমেট পাওয়ার তিন দিনের মধ্যে নকল সরবরাহ করা হয়।
০৩ দলিলের নকল পাওয়া যায় কিনা? না হলে কোথায় পাওয়া যাবে? না। এ সকল নকল সাব-রেজিষ্ট্রি অফিস হতে উঠানো যাবে।

ট্রেজারী শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ ট্রেজারী থেকে জনগণ সরাসরি স্ট্যাম্প ক্রয় করতে পারে কি? না; শুধুমাত্র লাইসেন্সধারী স্ট্যাম্প ভেন্ডরগণ চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে চালানের কপি এ শাখায় দাখিল করার পর স্ট্যাম্প বিতরণ করা হয়ে থাকে। মামলার আরজি কোর্ট ফি স্ট্যাম্প চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে চালানের কপি দাখিল করার পর সংগ্রহ করতে পারেন।
০২ ট্রেজারী থেকে স্ট্যাম্পের ভেন্ডরশীপ লাইসেন্স প্রদান করা হয় কি? হ্যাঁ।
০৩ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র কি ট্রেজারীতে সংরক্ষণ করা হয়? হ্যাঁ।
০৪ ট্রেজারী থেকে সপ্তাহে কয়দিন স্ট্যাম্পে/কোর্ট ফি বিতরণ করা হয়? সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার চালানের মাধ্যমে টাকা জমা দেয়ার পর চাহিদা প্রাপ্তি সাপেক্ষে স্ট্যাম্প বিতরণ করা হয়ে থাকে।

সংস্থাপন শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ পারিবারিক পেনশন কে কে প্রাপ্য হন ? (ক) স্বামীর ক্ষেত্রে স্ত্রী ও স্ত্রীর ক্ষেত্রে স্বামী

(খ) স্বামী ও স্ত্রীর মৃত্যু হলে নাবালক সন্তান/প্রতিবন্ধী সন্তান।

০২ পেনশনের জন্য আবেদন করতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন হয়? (ক) পেনশন আবেদন ফর্ম (২.১)- ৩ কপি

(খ) ফটো- ৪ কপি

(গ) নমুনা স্বাক্ষর ও পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬) – ৩ কপি

(ঘ) ইএলপিসি – ৩ কপি

(ঙ) না-দাবী পত্র – ৩ কপি

(চ) উত্তরাধিকারী সনদ (সংযোজনী-২)- ৩ কপি

(ছ) না-দাবী প্রত্যয়ন পত্র (সংযোজনী-৮)- ৩ কপি

(জ) চাকুরীর খতিয়ান বহি।

০৩ বদলীজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের জন্য কতদিন সময় পাওয়া যায়? প্রস্তুতির জন্য ৬ কর্ম দিবস (সাপ্তাহিক সরকারী ছুটি ব্যতীত) ও এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময়।
০৪ জি,পি,এফ অগ্রিম চলমান অবস্থায় কয়টি অগ্রিম গ্রহণ করা যায় ? ৩ টি
০৫ গৃহ নির্মাণ/মোটকার/মোটর সাইকেল/কম্পিউ-টার/বাইসাইকেল অগ্রিমের জন্য কত টাকা করে মঞ্জুরী পাওয়া যায়? যথাক্রমে ৩৬ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অথবা সর্বোচ্চ ১,২০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৩৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৩,০০০ টাকা।
০৬ শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা কত দিন পর পর প্রাপ্য হন? ৩ বছর পর পর।
০৭ অর্জিত গড় বেতনে ছুটি একসাথে কত দিন নেয়া যায়? (ক) সাধারণ ক্ষেত্রে ৪ মাস পর্যন্ত ।

(খ) চিকিৎসাজনিত কারণে ৬ মাস পর্যন্ত।

০৮ নৈমিত্তিক ছুটি একসাথে কত দিন নেয়া যায়? ১০ দিন পর্যন্ত।
০৯ বদলীজনিত কারণে কি অগ্রিম ভ্রমণ ভাতা গ্রহণ করা যায়? হ্যাঁ । ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ গ্রহণ করা যায়।
১০ মাতৃত্বজনিত ছুটি কত বার গ্রহণ করা যায়? সর্বোচ্চ ২ বার।
১১ মাতৃত্বজনিত ছুটি অর্জিত ছুটি হতে কর্তন হয় কি? না।

জেনারেল সার্টিফিকেট শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ সার্টিফিকেট মোকদ্দমার সুদের টাকা মওকুফ করা যাবে কি না? সুদের টাকা মওকুফ করা যাবে না।
০২ সার্টিফিকেট মোকদ্দমার টাকা কিস্তিতে পরিশোধ করা যাবে কি না? কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে।
০৩ এডভোকেট ছাড়া সার্টিফিকেট মোকদ্দমা নিজে চালানো যায় কিনা? চালানো যাবে।
০৪ মোকদ্দমা দায়েরকালীন সময়ে কি পরিমাণ কোর্ট ফি দিতে হয়? বিষয়বস্তুর পরিমাণ অনধিক ১০,০০০ টাকা হলেঃ

মোট পরিমাণের ১০%

 

 

 

বিষয়বস্তুর পরিমাণ ১০,০০০ টাকার বেশী, কিন্তু ২০,০০০ টাকার কম হলেঃ

১,০০০ টাকাসহ ১০,০০০ টাকার উর্ধ্বে পরিমাণের উপর ৮% হারে।

 

 

 

বিষয়বস্তুর পরিমাণ ২০,০০০ টাকার বেশী, কিন্তু ৫০,০০০ টাকার কম হলেঃ

১,৮০০ টাকাসহ ২০,০০০ টাকার উর্ধ্বে পরিমাণের উপর ৬% হারে।

 

 

 

বিষয়বস্তুর পরিমাণ ৫০,০০০ টাকার বেশী, কিন্তু ১,০০,০০০ টাকার কম হলেঃ

৩,৬০০ টাকাসহ ৫০,০০০ টাকার উর্ধ্বে পরিমাণের উপর ৩% হারে।

 

 

 

বিষয়বস্তুর পরিমাণ ১,০০,০০০ টাকার বেশী, কিন্তু ২,০০,০০০ টাকার কম হলেঃ

৫,১০০ টাকাসহ ১,০০,০০০ টাকার উর্ধ্বে পরিমাণের উপর ২% হারে।

 

 

 

বিষয়বস্তুর পরিমাণ ২,০০,০০০ টাকার বেশী হলেঃ

৭,১০০ টাকাসহ ১,০০,০০০ টাকার উর্ধ্বে পরিমাণের উপর ১% হারে; কিন্তু মোট ফি এর পরিমাণ ৩৫,০০০ টাকার বেশী হবে না।

রেকর্ডরুম শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ রেকর্ড রুম থেকে কোন ধরণের পর্চা সরবরাহ করা হয়ে থাকে? সিএস/এসএ/আরএস পর্চা সরবরাহ করা হয়।
০২ রেকর্ড রুম থেকে নক্সা সরবরাহ করা হয় কিনা? হ্যাঁ
০৩ রেকর্ড রুম থেকে সিএস/এসএ/আর এস পর্চার সার্টিফাইড কপি দেয়া হয় কিনা? হ্যাঁ।
০৪ রেকর্ড রুম থেকে ভাওয়াল সিএস/ বয়নামা/ওয়ার্কিং ভলিউমের সার্টিফাইড কপি দেয়া হয় কি না? না।
০৫ সাধারণ ভাবে পর্চা সরবরাহের ক্ষেত্রে কত দিনে পর্চা সরবরাহ করা হয়? ১৫ (পনের) দিনের মধ্যে ।
০৬ জরুরী ভাবে পর্চা সরবরাহের ক্ষেত্রে কত দিনে পর্চা সরবরাহ করা হয়? ৩ (তিন) দিনের মধ্যে ।
০৭ সাধারণ আবেদনে কত টাকার কোর্ট ফি জমা দিতে হয়? ১০ টাকা।
০৮ জরুরী আবেদনে কত টাকার কোর্ট ফি জমা দিতে হয়? ২০ টাকা।
০৯ প্রিন্টেড নক্সার মূল্য কত? ৩৫০ টাকা।
১০ পর্চা পেতে কাদের নির্ধারিত কোর্ট ফি জমা দেয়ার প্রয়োজন নেই? সরকারী দপ্তর/সংস্থা।

ভূমি অধিগ্রহণ (এল এ) শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণ কিভাবে এবং কি কি কাগজপত্র দাখিলের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত হবেন? ১৯৮২ সনের সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল মোতাবেক আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ

(ক) সি,এস, পর্চা।

(খ) এস,এ,পর্চা (আর ও আর)

(গ) দলিল, ভায়াদলিল।

(ঘ) নাম খারিজ।

(ঙ) হাল সন পর্যন্ত খাজনার রশিদ।

(চ) চেয়ারম্যান প্রদত্ত পরিচয়পত্র।

(ছ) পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত।

(জ) ১৫০ (একশত পঞ্চাশ) টাকা মূল্যের নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা।

(ঝ) ওয়ারিশান সদনপত্র।

(ঞ) মাঠ পর্চা।

০২ পুরাতন এলএ কেসের বিভিন্ন তথ্যাদি কিভাবে পাওয়া যাবে? সংশ্লি­ষ্ট সকলকে এ ব্যাপারে রাজস্ব মহাফেজ খানার মাধ্যমে ইনফর্মেশন স্লিপ দাখিল করতে হবে।
০৩ প্রত্যাশী সংস্থা কর্তৃক জমি অধিগ্রহণের বিষয়ে কি কি কাগজপত্র দাখিলের প্রয়োজন? ১৯৮২ সনের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল মোতাবেক নিম্নলিখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে-

(ক) প্রত্যাশী সংস্থার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন পত্র।

(খ) ন্যূনতম জমির প্রয়োজনীয়তা সংক্রান্ত প্রত্যয়ন পত্র।

(গ) প্রস্তাবিত জমির দাগ সূচী।

(ঘ) লে-আউট প্ল্যান।

(ঙ) সর্বশেষ জরিপের নক্সায় প্রস্তাবিত জমির সীমানা লাল কালি  দ্বারা চিহ্নিত করতে হবে।

(চ) নির্ধারিত ছকে বর্ণনা।

(ছ) পৌরসভার অনাপত্তিপত্র।

(ঝ) প্রকল্পের জন্য আর্থিক মঞ্জুরী কিংবা বাজেট বরাদ্দ সংক্রান্ত পত্র।

লাইব্রেরী, ফর্মস ও স্টেশনারী শাখা

জিজ্ঞাস্য সমূহ
 

 

ক্রমিক

জিজ্ঞাসা

উত্তর

০১ এ শাখা হতে কর্মচারীদের সার্ভিস বহি বিক্রয় করা হয় কিনা? না, বিক্রয় করা হয় না। বিজি প্রেস অথবা অন্য কোন স্থান হতে সংগ্রহ করতে পারেন।
০২ সরকারী বিভিন্ন খাতে টাকা জমা দেয়ার জন্য চালান ফরম কি এ শাখা হতে দেয়া হয়? মজুদ বিবেচনায় চালান ফরম সরবরাহ দেয়া হয়।
০৩ আর ও আর/ডিসিআর এর নকল দেয়া হয় কি? না, দেয়া হয় না। সেটেলমেন্ট রেকর্ডরুম অথবা রাজস্ব মহাফেজখানা হতে দেয়া হয়।
০৪ গেজেটেড কর্মকর্তাদের এসিআর ফর্ম দেয়া হয় কি? না, দেয়া হয় না।

জুডিশিয়াল মুন্সিখানা

জিজ্ঞাস্য সমূহ