শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।

 

অনেক যাবত আপনাদের জন্য কোন post করা হয়না। আর কি করে post করব তীব্র লোডশেডং এ জীবন টা শেষ। এই post টি করতে আমার ৩ দিন লাগলো। শুধু মাত্র তীব্র লোডশেডং এর জন্য।   তারপর ও আপনাদের জন্য post টি করলাম।

আমরা অনেকেই Adober Reader ব্যবহার করি। অনেক সময় আমদের Adobe Reader এ অনেক PDF file  এর লেখা এলোমেলো আসে। তখন আমরা বিভিন্ন reader ব্যবহার করে থাকি। কিন্তু আমরা একটু চেষ্টা করলে এই সমস্যার সমাধান করতে পারি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে এই সমস্যা সমাধান করা যায়।

 

আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক সময় কোন PDF File open করলে sutonnyMJ can not find show করে।

আমি ও কিছু দিন আগে এই সমস্যায় পরেছিলাম । তারপর সমাধান পেয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।

তো চলুন দেখি আসে ………………………………….

 

প্রথমে sutonnyMJ font টি copy করে নিন।

যাদের কাছে sutonnyMJ Font নেই তারা এখান থেকে download করে নিতে পারেন।

 

তারপর My Computer এ প্রবেশ করুন।

তারপর Local Disk(c) তে প্রবেশ করুন।

চিত্রঃ ১।

1

 

এরপর program Files এ প্রবেশ করুন।

চিত্রঃ২।

2

 

এরপর Adobe তে প্রবেশ করুন।

চিত্রঃ৩।

3

 

এরপর Reader 10.0 প্রবেশ করুন। আমি Adobe reader 10.0 install দিছি তাই আমার ১০.০ show করছে। আপনারা যে টা install করবেন তাতে প্রবেশ করবেন।

চিত্রঃ ৪।

4

 

এরপর Resource এ প্রবেশ করুন।

চিত্রঃ৫।

5

 

এরপর Font এ প্রবেশ করুন।

চিত্রঃ৬।

6

 

এরপর PFM এ প্রবেশ করে আপনার copy করা sutonnyMJ font টি paste করে দিন।

চিত্রঃ ৭।

7

ব্যাস আপনার কাজ শেষ। এখন দেখুন আপনার যে PDF File এ লেখা এলোমেলো আসত সেটা ঠিক হয়ে গেছে।

নোটঃ যারা নতুন এবং যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য।

সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।

বিঃ দ্রঃ দিনের বেলা লোডশেডিং এর জন্য রাতে post টি করলাম তার জন্য sorry…….

নিজে জানুন এবং অন্যকে জানান। আর  প্রযুক্তির সাথে থাকুন।

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।