Wordpress Plugin Development
WordPress Plugin Development

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। বাংলা দেশে এই প্রথম প্লাগিন তৈরী সম্পর্ণ টিউটোরিয়াল নিয়ে লিখলে আমার সম্মানিত ভাই মোঃ লিটন আরেফিন। বইটি পড়ে নতুনরাও অনেক কিছুই শিখতে পারবে এবং প্লাগিন তৈরী করতে পারবে, আর এত কষ্ট করে বই টি আমাদের সকল নতুন ভাইয়ের উপহার দেয়ার জন্য আমার পক্ষথেকে মোঃ লিটন আরেফিন ভাইকে হাজার সালাম জানাই (আসসালামু আলাইকুম)।

বই লিখেছেন: মোঃ লিটন আরেফিন।

ওয়ার্ডপ্রেস গ্রুপের পক্ষ থেকে।

আর বেশি কিছু লিখে সময় নষ্ট করব না, আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন সেখানে সম্পূর্ণ পরিচয় তাদের দেয়া আছে।

তালে এখনই ডাউনলোড করুন।

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের ফেসবুক ফ্যান পেজ লাইক করুন ‘পিসি হেল্প সেন্টার’