আসসালামু আলাইকুম ! সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহত অশেষ রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালবাসাই অনেক ভালো আছি।

আপনাদের অবশ্যই মনে আছে গত এস. এস. সি পরীক্ষায় আমি ১০০% কমন উপযোগী সকল বিষয়ের সাজেশন্স প্রদান করেছিলাম। কমন কেমন পড়েছিলা  সেটা আপনারা নিজেই উপলব্ধি করেছেন।

আপনার আমাকে অনেকেই HSC  এর সাজেশন্স প্রদান করার জন্য অনুরোধ করেছেন। বার বার ফোন করেছেন। এমনকি দেখাও করতে চেয়েছেন। আপনাদের এত্ত উৎসাহ পেয়ে আমি সত্যি মুগ্ধ।

আমি আজ আপনাদের দেব ১০০% কমন উপযোগী ইংরেজি ১ম ও ২য় পত্রের সাজেশন্স। সাজেশন্সটি এমন করে তৈরি করেছি যা সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে এবং ইনশাল্লাহ ১০০% কমন পড়বে।

ইংরেজি ১ম ও ২য় পত্রের সাজেশন্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

উপরের সাজেশন্সটি মূলত আমার ছাত্র-ছাত্রীদের জন্য করেছি। এই সাজেশন্সতি যদি কোমলমতী ছাত্র-ছাত্রীদের বিন্দুমাত্র উপকারে আছে তাহলে আমার এই সাজেশন্স করা স্বার্থক হবে।

সাজেশন্স সম্পর্কে আপনার অভি্যোগ মতামত জানাতে পারেন।

কারো কোন সমস্যা বা অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডিতে জানাতে পারেন।

ফেসবুক আইডিঃ শাহরিয়ার কবীর।

আমার একটি ছোট্ট লেখাপড়া বিষয়ক ব্লক আছে। আপনাদের ইচ্ছে হলে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন। আশা করি লেখাপড়া বিষয়ক অনেক কিছু জানতে পারবেন।

আমার ব্লকঃ ম্যাজিক কোচিং সেন্টার

সবাইকে ধন্যবাদ। আবার হাজির হব কোন লেখাপড়া বিষয়ক নতুন টিউন নিয়ে। ততক্ষন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।