বাংলাদেশে এই রকম মানুষ খুঁজে পাওয়াটা কঠিন হবে যে ছোটবেলায় গেমস এর দোকানে দাড়িয়ে দাড়িয়ে ঘন্টার পর ঘন্টা গেমস খেলেনি! অনেকে তো বড় হয়ে যাওয়ার পরও মাঝে মাঝে দোকানে ঢুঁ মারেন! কম্পিউটার আসার পরে তো সবার ঘরে খরে গেমস এর সিডি- ডিভিডি! বাঙ্গালীরা আসলেই গেমস খেলতে পছন্দ করে।
কিছু দিন আগেও সবার হাতে ছিল নকিয়া, মটোরলা, স্যামসাং আর এরকম কিছু ফোন। তখন ফোনে গেমস খেলা বলতে স্নেইক ছাড়া তেমন কিছু ছিলনা। আই ফোন আর অ্যান্ড্রয়েড আসার পর ছেলে- বুড়ো সবাই এখন আবার গেমার! অ্যাংরি বার্ডস, কাট দা রোপ, টেম্পল রান, ফ্রুট নিঞ্জা… এই নাম গুলো সবার কাছেই পরিচিত। প্রত্যেকের ফোনেই পাওয়া যায় গেম গুলো।

কখনো কি মনে হয়েছে আপনার, এরকম গেম বাংলাদেশেও তৈরি হতে পারে? ভ্রু কুচকাচ্ছেন? ভাবছেন গাঁজাখুরি? না! সত্যি বলছি! আন্তর্জাতিক মানের মোবাইল গেমস তৈরি করছে এখন বাংলাদেশের তরুণরা!

03

মাত্রই বের হল বাংলাদেশি গেমিং কোম্পানি বায বাংলা এর তৈরি গেম Watch out Eggy (ওয়াচ আউট এগি)! গেমটি এখন আই ফোন ও অ্যান্ড্রয়েড স্টোরে পাওয়া যাচ্ছে। গেমটি আই ফোন, আই প্যাড এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলা যাবে! Watch out Eggy গেমটিতে গেমাররা অ্যাডভেঞ্চার আর পাজল (ধাঁধা) দুটোরই স্বাদ পাবেন । এটিতে ১০০ এরও বেশি লেভেল রয়েছে। Watch out Eggy’ নামটাই বলে দিচ্ছে যে গেম টি ‘ডিম’ কে নিয়ে। নায়ক একটি সাধারণ ডিম, যার নাম ‘এগি’। এই সাধারণ এগির এক অসাধারণ মহাকাব্যিক অ্যাডভেঞ্চার দেখানো হবে এই গেমটিতে। এখানে পৃথিবী থেকে অনেক দূরের এগ প্ল্যানেট এর কথা বলা হচ্ছে। যেখানে এগি তার প্ল্যানেট এর অন্যান্য এগ দের চরম সাহসিকতার সাথে ভয়াল এলিয়েন দের কাছ থেকে রক্ষা করে। এখানে গেমারকে সেই দুঃসাহসী এগির ভূমিকায় খেলতে হবে।

Watch out Eggy গেম টি তে মোট ১২ টি বান্ডেল আছে। প্রত্যেকটি বান্ডেলে রয়েছে ৯ টি লেভেল। ১০১ টি লেভেলের এই সায়েন্স ফিকশন গেমটি নিঃসন্দেহে বাংলাদেশের এযাবৎ কালের সবচেয়ে বড় মোবাইল গেম!

গেমটি খেলতে হবে একটি স্পেস শিপের ভেতরে। গেম টি প্রথম দিকে সহজ মনে হলেও ধীরে ধীরে গেমার অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হবে, যা গেম টিকে কঠিন করে তুলবে। তবে গেমার ও খেলতে খেলতে পারদর্শী হয়ে যাবে।   আর আসল ব্যাপার হল ‘টাইমিং’। এটা যে যত ভাল বুঝবে, সে তত ভাল গেমার। গেমটি মূলত বাচ্চাদের জন্য তৈরি হলেও বড়দের ও ভাল লাগবে! গেমটি খেলার সময় মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন গল্প গুলোর কথাও মনে পরতে পারে!

Watch out Eggy  গেমটি গত ১৮ই জানুয়ারি অ্যাপলের অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে মুক্তি পেয়েছে। বাংলাদেশি দের তৈরি এই গেমটি মুক্তির কয়েকদিনের মধ্যেই  ইউ এস  অ্যাপ স্টোরে অ্যাডভেঞ্চার ক্যাটাগরি্র অন্যতম সেরা নতুন  এর তালিকায় জায়গা করে নেয়। পাযল ভিত্তিক এই অ্যাডভেঞ্চার গেমটি বাংলাদেশি গেমিং কোম্পানি বায বাংলা তৈরি করেছে।
দারুন এই গেমটি আপনার আই ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস এ খেলতে চাইলে এখনি নামিয়ে নিতে পারেন। গেম টির ফ্রি ভার্সন ডাউনলোড করুন নিচের ঠিকানায়।

অ্যাপ ষ্টোর: http://bit.ly/1fE6Bbt

গুগল প্লে: http://goo.gl/inQ9B3

Watch out Eggy গেম টি একটি অ্যাডিক্টিভ গেম। আর এই গেম খেলার সময় সহজ সহজ লেভেল না পারার কারণে অনেক সময় উত্তেজনায় ডিভাইস ছুড়ে মারতে ইচ্ছে হতে পারে।

তাই আগে থেকেই সাবধানতা পালন করা ভাল। চাইলে প্রিয় ডিভাইস টি বীমা করে নিতে পারেন।!