পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিতেছি।

আমরা সম্ভবত সকলেই জানি ইউটুব একটি ভিডিও শেয়ারিং এর সাইট যেখানে প্রয়োজনীয় সব ধরনের ভিডিও পাওয়া যায়, দেখা যায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও পাওয়া যায় যা পরবর্তীতে দরকার অথবা ঐ মুহূর্তে দরকার, কিন্তু দেখা যায় যারা ডাউনলোড করার পদ্ধতি জানেন না তারা সেটা সংগ্রহ করে রাখতে পারেন না, শুদু প্রয়োজন হলে সেখান থেকে অনলাইনেই দেখে নিতে হয়, তা আমাদের দেশের নেট স্লো থাকার কারণে ভাল ভাবে তাও দেখা যায় না, তাই আমাদের গ্রুপে অনেকেই নতুনরা অথবা অনেকেই আছে জানে না তারা এসে ইউটুব থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি জানতে চায় যে, কিভাবে ইউটুব থেকে ভিডিও ডাউনলোড করব? তাই তাদের প্রতি জনকে নতুন করে কষ্ট করে বার বার বলতে হয়, তাই আমি আজ এটা নিয়ে একটি পোষ্ট করে এই সাইটে রেখে দিলাম যা, কেহ চাওয়া মাত্রই তাকে এই লিংকটি দেয়া যায় এবং নতুন করে আমার আর কষ্ট করে লেখার দরকার হবে না, এবং তাদের বুঝাতে সুবিধা হবে। তাহলে এটা আপনি কেমন করবেন? এটি বিভিন্ন রকম ডাউনলোড করা যায়, তবে আজ আমি একটি এ্যডঅন এর সাহায্যে ডাউনলোড করার পদ্ধতি দেখাব। প্রথমে আপনার Mozilla Firefox ব্রাউজারটি ওপেন করুন এরপর নিচের ছবিটি দেখুন

Youtube Video Download photos 1

পিক্সার-১

ডান পাশে কোনাতে youtube download firefox এই কথা টুকু বা এই জাতীয় কথা লিখে সার্চ/ইন্টার প্রেস করুন (একটা কথা বলার আছে তা হলো আমি কিন্তু সরাসরি ডাউনলোড লিংক এখানে দিতে পারতাম দিলাম না, কারণ আপনাদের সার্চ করার অবস্ত করার জন্য, এবং কিভাবে সার্চ করতে হয় তারও একটি অভিজ্ঞতা দেয়ার জন্য, আপনাকে যে একদম ইংরেজিতে সাজিয়ে লিখতে হবে এমনটি নয়, আপনি এমন ভাবে লিখবেন যেনো আপনি কি বোঝাতে চান গুগলকে সেটা শুদু গুগল অনুমান করতে পারলেই হবে, তারপরও ভুল হলে সেটা গুগলই ঠিক করে দিবে। যাক অনেক কথা বলে ফেললাম।)ঐ কথাটি লিখে ইন্টার প্রেস করলে নিচের মত একটি পেজ আসবে সেখানে দেখুন আমার লাল দাগ দেয়া যে অংশটি সেই অংশটিতে 1-Click YouTube Video Download :: Add-ons for Firefox নামে একটি এ্যডঅন এসেছে আপনাদের কাছে ২-৩ নাম্বার সিরিয়ালেও আসতে পারে আমার এখানে প্রথমেই এসেছে, আপনি নাম এবং নিচের দেখুন ওয়েব সাইটের লিংক দেয়া আছে সেই গুলো চেক করুন

পিক্সার-২

Youtube Video Download photos 2

এই ভাবে মিল পেলে সেই নামের উপরে ক্লিক করুন। ক্লিক করলে নিচের পেজের মত আসবে

পিক্সার-৩

Youtube Video Download photos 3

 

এখানে +Add to Firefox এই নামের উপরে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে নিচের ছবিটির মত আসবে

পিক্সার-৪

Youtube Video Download photos 4

এখানে Allow তে ক্লিক করুন তাহলে নিচের পিস্কারটির মত আসবে এবার ডাউনলোড হতে থাকে অপেক্ষা করুন

পিক্সার-৫

Youtube Video Download photos 5

ডাউনলোড শেষে নিচের ছবিটির মত আসবে এখানে Install Now তে ক্লিক করুন

পিক্সার-৬

Youtube Video Download photos 6

ইন্সটল শেষ হলে নিচের ছবিটির মত আসে সেখানে Restart Now তে ক্লিক করুন এরপরে অপেক্ষা করুন

পিক্সার-৭

Youtube Video Download photos 7

ফায়ারফক্সটি নতুন করে ওপেন হবে তখন আপনি ইউটুব থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটির কাছে যান, যেমন আমি একটি ভিডিও থেকে দেখাচ্ছি। আপনার প্রয়োজনীয় ভিডিওটির পেজ যখণ সম্পূর্ণ লোডিং নিয়ে শেষ হবে তখণ নিচের র্তীর দিয়ে দেখানো যায়গাতে আপনি Download নামে একটি অপশন দেখতে পাবেন

পিক্সার-৮

Youtube Video Download photos 8

Download নামের উপরে ক্লিক করলে নিচের ছবির মত অনেক ফরমেট এবং রেজুলেশন এর অপশন পাবেন, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী অপশনটিতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

পিক্সার-৯

Youtube Video Download photos 9

পিক্সার-১০

Youtube Video Download photos 10

আর কোন সমস্যা হলেতো আমি আছি’ই। এবং আমাদের ফেসবুকের গ্রুপতো আছে। সমস্যা হলে জানাবেন হেল্প করার চেষ্টা করব (ইনশাআল্লাহ্)।

****বর্তমানে ৪৫০ টাকায় টপ লেভেল ডোমেইন দরকার হলে যোগাযোগ করতে পারেন Md Abul Bashar

আর যারা একদম খুজে না পান তারা এখানে ক্লিক করুন।

অথবা এটাও ব্যবহার করতে পারেন।

তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের সাথে থাকুন।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেসবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)