পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

 

প্রযুক্তি ডেস্ক- স্ক্যানার পেনটেস্টিং বাংলাদেশি স্ক্যানার গ্রুপের তৈরি অপারেটিং সিস্টেম। লিনাক্সের সংস্করণ উবুন্টু ও কালির সংমিশ্রণে তৈরি এটি। এতে রয়েছে ওয়েব সাইট এবং ওয়েব সার্ভারের বিভিন্ন দুর্বলতা বের করার সুবিধা ছাড়াও ভিওআইপি হার্ডওয়ার, সার্ভার টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং, এন্ড্রয়েট মোবাইল টেস্টিং সুবিধা।

এছাড়াও স্ক্যানার অপারেটিং সিস্টেমে পাবেন তিন’শর বেশী টুলস যা বহুল আলোচিত কালি লিনাক্সে ব্যবহার করা হয়েছে এই কারণেই অল্প সময়েই অপারেটিং সিস্টেমটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

Description

scannerz pentesting os Totally based on Ubuntu 12.04 Lts 32-bit.
Tools arsenal taken from Kali Linux repositories and re-packed to fit Ubuntu file system.More than 300 penetration testing tools use.

root user pass –
user – root pass – toor

কিছু ফিচার ইমেজ

scannerz2.png

scannerz.png

 

sdestro.png

 

সম্প্রতি বিনামূল্যের এ অপারেটিং সিস্টেম ইন্টারনেটে ছাড়া হয়েছে।

ডাউনলোড

তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।

আগামি পর্বে থাকছে (আপনাদের মতামতের উপর ভিত্তি করে টিউন করব)

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)

আপনি কি ডোমেইন+হোষ্টিং/নতুন ওয়েব সাইট তৈরী করার কথা ভাবছেন? তাহলে এখনই যোগযোগ করুন www.shaplahost.com

আমাদের ইসলামিক সাইটঃ www.islamicambit.com

আমাদের ডোমেইন এবং হোষ্টিং সার্ভিসের আরো একটি সাইট দেখতে পারেনঃ www.hostambit.com