শুরুতে আমার সালাম নিবেন।  

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ‍শুরু করছি আমার আজকের পোস্ট।

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।

 

অনেক দিন পর আপনাদের জন্য পোস্ট করতে বসলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।

আজ আপনাদের সাথে শেয়ার করবো ছোট একটি সফটওয়্যার।সফটওয়্যারটির নাম SD FORMATTER প্রায় সময় আমাদের বিভিন্ন কারণে আমাদের পেনড্রাইভ,মেমোরী কার্ড ফরম্যাট করার প্রয়োজস পড়ে। অনেক সময় দেখা  যায় ভাইরাসের কারণে আমাদের কম্পিউটার থেকে সাধারণ ভাবে ফরম্যাট করা যায়না। আবার অনেকে আমাদের গ্রুপে পোস্ট করেন সহজ কোন উপায় আছে কিনা?

তাই আজ আমি আপনাদেরকে একটি ছোট সফটওয়্যার উপহার দিব যা দিয়ে আপনি খুব সহজে পেনড্রাইভ, মেমোরী কার্ড ফরম্যাট করতে পারবেন আশা করি।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করেন।

তারপর আপনার পেনড্রাইভ বা মেমোরী কার্ড পিসিতে কানেক্ট করুন। সফটওয়্যারটি ওপেন করুন। তারপর Refresh বাটনে ক্লিক করুন।(অটোমেটিক ই আসবে)

Drive আপনার পেনড্রাইভ বা মেমোরী কার্ডের ড্রাইভ কি তা দেখাবে।

Size এ পেনড্রাইভ এর সাইজ দেখাবে। Volume Level এ যে নামে আপনার পেন ড্রাইভ তা দেখাবে।

এরপর option থেকে আপনি আপনার পছন্দমত ফরম্যাট টাইপ দিতে পারবেন।

তারপর আপনি ব্যবহার করলেই আরো বিস্তারিত বুঝতে পারবেন।

 

সবকিছু ঠিক মত হয়ে গেলে ফরম্যাট এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ।

আমি অসুস্থ তারপর ও আপনাদের জন্য পোস্ট করলাম আশা করি আপাদের কাজে আসবে।

আর মানুষ মাত্রই ভুল হয়। হওয়াটাই স্বাভাবিক। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।

বিঃদ্রঃ যারা জানেন তো জানেনই। যারা জানেন না শুধু মা্ত্র তাদের জন্য এই পোস্ট।

নিচে আপনাদের জন্য স্ক্রীণ সট দিলাম    ogtw21

 

 

2013-07-11_140143

 

2

 

 

তাহলে দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন

 

সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।