আসসালামু আলাইকুম
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুণরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করে। ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়।
১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৯ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।তখন থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় ‘শোক দিবস’ হিসেবে উদ্যাপিত হয়ে আসছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে একাধিক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানের করুণ সুর বাজতে থাকে।তারি ধারাবাহিকতায় কালকে আসছে একুশে ফেব্রুয়ারি অমর শহীদ দিবস ।
তাই এই শহীদ দিবসে আজকে আমি আপনাদের সাথে কিছু দেশাত্ববোধক গান শেয়ার করব ।গান গুলি এক ক্লিকে ডাওনলোড হবে ।তাই ৫০ টা গান মাত্র ৫০ টা ক্লিক লাগবে ।অনেক তো আধুনিক গান শুনলেন আজকে/কালকে না হয় কিছু দেশাত্ববোধক গান শুনেন ।
Aar Juddho Noy (music.com.bd).mp3
Akbar Jete Dena (music.com.bd).mp3
Aki Oporup Rupe Ma Tomay (music.com.bd).mp3
Aktara Tui Deser Kotha (music.com.bd).mp3
Akti Bangladesh (music.com.bd).mp3
Amar Desher Matir Gondhe (music.com.bd).mp3
Amar Shonar Bangla (music.com.bd).mp3
Amar Vaier Rokte Rangano (music.com.bd).mp3
Amay Jodi Prosno Kore (music.com.bd).mp3
Ami Banglai Gaan Gai (music.com.bd).mp3
Ami Banglar Gaan Gai (music.com.bd).mp3
Ami Bhalobashi Ei Banglake (music.com.bd).mp3
Ayub Bachchu – Bangladesh (music.com.bd).mp3
Bhalobashi Deshta Amar (music.com.bd).mp3
Ei Padhama Ei Meghna (music.com.bd).mp3
Eki Oporup Rupe Ma Tor (music.com.bd).mp3
Ek Nodi Rokta Paria (music.com.bd).mp3
Ek Sagar Rokter Binimoya (music.com.bd).mp3
James – Amar Shonar Bangla (music.com.bd).mp3
Jodi Abar Ashte Pari (music.com.bd).mp3
Jonmo Amar Dhonno Holo (music.com.bd).mp3
Joy Bangla Banglar Joy (music.com.bd).mp3
Karar Oi Louho Kopath (music.com.bd).mp3
Khiyo – Amar Shonar Bangla (music.com.bd).mp3
Meghe Bhasa Neel Akash (music.com.bd).mp3
Moder Gorob Moder Asha (music.com.bd).mp3
Mora Ekti Ful Ke (music.com.bd).mp3
O Amar Aat Koti Ful (music.com.bd).mp3
O Amar Bangla Ma Tor (music.com.bd).mp3
O Amar Desher Mati (music.com.bd).mp3
Polash Dake Kokoil Dake (music.com.bd).mp3
Praner Anonde Baje (music.com.bd).mp3
Purbo Digonte Surjo Utheche (music.com.bd).mp3
Sab Kota Janala (music.com.bd).mp3
Shadhinota Tomake Niye (music.com.bd).mp3
Sobkota Janala Khule Dau Na (music.com.bd).mp3
Download
(collected from here)
কেমন লাগল গানগুলির টাইটেল দেখে ? আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে গানগুলি অবশ্যয় ভাল লাগবে ।কমেন্ট এ জানাবেন কার কী অনুভূতি …।
পূর্বে এখানে প্রকাশিত ।
আমার সাইটগুলি থেকে ঘুরে আসার আমন্ত্রন রইল ।
আমার একটা পেজ আছে ভাল লাগলে লাইক এ গুতা মারতে পারে )P 🙂 🙂
আমকে পাবেন এখানে
আজ এই পর্যন্তই । সবাই ভাল থাকবেন ।আসসালামু আলাইকুম ।
apnake dhonnobad post ti share korar jonno
অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।