ওয়েব ডিজাইন সম্পর্কে যাদের আগ্রহ আছে অথবা যারা ইতিমধ্যে ওয়েব ডিজাইনিং এ অনেকদূর এগিয়ে গিয়েছেন – আপনারা সকলেই এডোবি ড্রিমওয়েভার সফটওয়্যারটির কথা শুনেছেন, ব্যবহার করেছিলেন অথবা এখনো ব্যবহার করছেন।
এটি একটি ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার, যার মাধ্যমে আপনি খুব দ্রুত ও খুব সহজে, সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনে তৈরি করতে পারেন আপনার ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট।

ওয়েবসাইট তৈরির কাজ খুব সহজ না হলেও, এডোবি ড্রিমওয়েভার বরাবরই সব কঠিন কাজকে সহজে করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে।

সর্বপ্রথম ১৯৯৭ সালের নভেম্বরে এডোবি সিস্টেমস প্রতিষ্ঠান বিশ্বব্যাপি সকল ওয়েব ডেভেলপারদেরকে চমকে দিতে এডোবি ড্রিমওয়েভার সফটওয়্যারটির আত্মপ্রকাশ ঘটায়। তারপর থেকেই একের পর এক নতুন সংস্করণ প্রকাশ হয়েছে ড্রিমওয়েভারের যা ওয়েব ডেভেলপারদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। এডোবি ড্রিমওয়েভার সর্বশেষ সংস্করণ হচ্ছে এডোবি ড্রিমওয়েভার সিসি (Adobe Dreamweaver CC)।

তবে আসল কথা হচ্ছে এটি একটি পেইড সফটওয়্যার। আমরা যারা ৩০ দিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করে থাকি, ৩০ দিন পর সফটওয়্যারটি লাইসেন্স কি চায় এবং লাইসেন্স কি ছাড়া কাজ করে না। আজকে আমি আপনাদের সাথে এডোবি ড্রিমওয়েভার সর্বশেষ সংস্করণ এডোবি ড্রিমওয়েভার সিসি (Adobe Dreamweaver CC) সফটওয়্যারটি এক্টিভেশন ফাইলসহ শেয়ার করব, এবং এটি ৩০ দিন পরে আর লাইসেন্স কী চাইবে না অর্থাৎ আপনি সম্পূর্ণ আপডেট ভার্সনের এই সফটওয়্যারটি বিনামূল্যে সারাজীবনের জন্য ব্যবহার করতে পারবেন।

নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি এবং সফটওয়্যারটির এক্টিভেশন ফাইল ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক

যেভাবে ইন্সটল করবেনঃ

  • ডাউনলোড করার পর ফাইল দুটো আনজিপ করে নিন।
  • আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন অফ করুন।
  • আপনার কম্পিউটারে যদি আগের কোন ভার্সন ইন্সটল করা থাকে তবে তা প্রথমে রিমুভ করে নিন।
  • Adobe Dreamweaver CC ফোল্ডারের ভেতর “Set-up.exe” নামের ফাইলে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ইন্সটল করুন।
  • ইন্সটলেশনের শেষ মুহূর্তে আপনি ট্রায়াল ভার্সন সিলেক্ট করে দিবেন।
  • এবার সফটওয়্যারটি অফ করুন।
  • এক্টিভেশন ফোল্ডারটি ওপেন করুন, এখানে আপনি একটি ফাইল দেখতে পাবেন “amtlib.dll” নামে।
  • ফাইলটি কপি করে আপনার পিসির সি ড্রাইভে যেখানে সফটওয়্যারটি ইন্সটল হয়েছে সেই ফোল্ডারের ভেতরে যেয়ে পেস্ট করে দিন।
  • পেস্ট করার সময় অবশ্যই কপি এন্ড রিপ্লেস সিলেক্ট করে দিবেন।
  • ব্যাস। আপনার কাজ শেষ।
  • উপভোগ করুন আজীবন মেয়াদের Adobe Dreamweaver CC

টিউনটি থেকে উপকৃত হলে শেয়ার করে অন্যদের জানতে সুযোগ করে দিন।

এইধরনের প্রিমিয়াম সকল সফটওয়্যার, থিমফরেস্টের প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিন, প্রিমিয়াম এইচটিএমএল ও ব্লগার টেম্পলেট, কোডকেনিওনের প্রিমিয়াম সব স্ক্রিপ্টের জন্য ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে।