শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালই আছেন। আজ্ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আমার ধারাবাহিক টিউটোঃ মোবাইল গেম এর পর্ব: ০২
আজ আমি যে গেম নিয়ে লিখব তা হচ্ছে Fish Car – Don’t Drop The Fish
গেমটি ফ্রী।
কাহিনিঃ
গেমটিতে মূলত ১টি গাড়ির ছাদে মাছের একুরিয়াম নিয়ে উচু নিচু পথ ব্যালেন্স করতে করতে পাড়ি দিতে হবে এবং কয়েন জমা করতে হবে। কিন্তু কাজটি সহজ নয়। যে কোনো সময় ভুল করলে মাছের একুরিয়ামটি পড়ে যেতে পারে এবং গেম ওভার হয়ে যাবে।
গেমটিতে বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে খেলার সুবিধা আছে।
যারা Arcade/ Adventure গেম পছন্দ করেন এবং শিশুদের জন্য উপযোগ্য।
ডাউনলোড লিঙ্কঃ
https://play.google.com/store/apps/details?id=aqua.fish.car.balance
আশাকরি পোস্টটি আপনাদের, পছন্দ হলে, লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।