আসসালামূআলাইকুম। আমি মঈন। প্রতিবারের মত আপনাদের সাথে শেয়ার করছি দারুন একটি সফটওয়্যার। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা কমবেশী শর্টকার্ট ভাইরাস সমস্যার সম্মূখীন হয়েছি। অথ্যাৎ পিসিতে পেনড্রাইব লাগাল পেনড্রাইবের ফাইলগুলো শর্টকার্ট হয়ে যায় তাই আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করার জন্য নিয়ে এই দারুন একটি খুব ছোট অ্যান্টিভাইরাস। যা ভাইরাস দূর করার জন্য খুব কাজের। সফটওয়্যারটির নাম হচ্ছে Smadav।এটি একটি USB Antivirus and Additional Tools। সফটওয়্যারটির সাইজ হচ্ছে মা্ত্র দুই এমবি এবং আপনার পিসিকে স্লো করে না। শর্টকাট,trojan,autorun,skype সহো আরও অনেক virus যা pen-drive এর সাথে আমাদের পিসি তে এসে পরে এগুলো থেকে মুক্ত রাখবে এই অ্যান্টিভাইরাসটি।
এখানে ক্লিক করে Smadav Antivirus 2015 ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পদ্ধতি :
১.প্রথমে উপরের ডাউনলোড লিংক এ ক্লিক করুন।
২.তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৩.তখন আপনার ব্রাউজারের নতুন ট্যাবে একটি পেইজ খুলবে।ঐখানে Create download link এ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
Smadav এর Screenshot দেখুন :
Features:
1)additional protection for your computer, 100% compatible with other antivirus
2) Best USB Antivirus (Total Protection USB stick):
3) Best for offline use (no need to update too often):
4) Cleaner and tools to clean the virus:
SmadAV also able to clean the virus that has infected your computer and repair registry altered by the virus. Other antivirus usually not done cleaning the registry so that the computer has not returned to normal after cleaning the antivirus. Many supporting tools that are included in SmadAV as a weapon for cleaning the virus
আপনি অন্যান্য টিউনগুলো : জন্য যে লিংক শেয়ার করেন, ওখানে আমাদের এই সাইটেরই লিংক শেয়ার করুন, কারন এই সাইটেই আপনার অনেক পোস্ট আছে, তাই এখানে এই সাইটের লিংকই শেয়ার করতে পারেন।