আসসালামুআলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি কম্পিউটারের জন্য দারুন একটি সফটওয়য়ার Folder Protector । Folder Protector  একটি খুব জনপ্রিয় সফটওয়্যার যা আপনার প্রয়োজনীয় ফাইল গোপন রাখার কাজে ব্যবহৃত হয়। তবে ফাইল গোপন করার জন্য কম্পিউটারে অনেক সফটওয়্যার রয়েছে তবে অনেক সফটওয়্যারেই ফাইল হাইড করা পর আপনার কম্পিউটারে সেটাপ দিলে ফাইলগুলো আবার পুনরায় খুলে যায়। তবে আপনি Folder Protector  দিয়ে ফাইল গোপন করলে তা কোনদিন এমনকি সেটাপ দিলেও ফাইল গুলো খুলবে না।

এখানে ক্লিক করে Folder Protector ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পদ্ধতি :
১.প্রথমে উপরের ডাউনলোড লিংক এ যান।
২. তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন।
৩. ৫ সেকেন্ড অপেক্ষা করুন।
৪.তারপর Continue ক্লিক করুন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

ডাউনলোড করার পর সফটওয়্যারটির সেটাপ দিতে হবে না শুধু  আপনি যে ফোল্ডার গোপন করবেন  সে ফোল্ডারে সফটওয়্যারটি রাখুন। এবার সফটওয়্যারটি Run করুন আপনার ইচ্ছে মত Password দিন এবং Protect এ ক্লিক করুন। তাহলে আপনার ফাইল হাইড হয়ে যাবে। যদি ফাইল গুলো খুলতে হয় তাহলে আপনার Password দিয়ে Unprotect এ ক্লিক করুন।

Folder Protector  এর Screenshot দেখুন :

 

অন্যান্য টিউনগুলো :

SHAREit নিয়ে নিন পিসির জন্য

ডাউনলোড করে নিন Google Chrome Offline Installer

Adobe Photoshop CC 2015 ফুল ভার্সন ডাউনলোড

Kaspersky Internet Security 2016 ফুল ভার্সন ডাউনলোড

নিয়ে নিন Avast Internet Security 2016 with license key

নিয়ে নিন Latest Ccleaner full cracked version

নিয়ে নিন IDM 6.25 full cracked silent installer

 

For more software visit :

www.softoffline.net