আসসালামুআলাইকুম।আমি মঈন।আমি প্রতিবার আপনাদের সামনে ভাল কোন সফটওয়্যার নিয়ে হাজির হয়।তাই এবারও আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি সফটওয়্যার। আমরা যারা ইন্টারনেক ব্যবহার করি সকলে কম বেশী Torrent সর্ম্পকে জানি । আমরা যারা Torrent থেকে ফাইল ডাউনলোড করি তারা ফাইল ডাউনলোড করার জন্য Utorren/Bittirren সফটওয়্যার ব্যবহার করি । কিন্তু এতে ডাউনলোড স্পিড কম এবং আপলোড স্পিড কম এবং আরো অনেক ফিচারও নেই । অনেকসময় Torrent থেকে মুভি ডাউনলোড করি কিন্তু ভিডিওটি চালিয়ে না দেখার কারনে প্রিন্ট ভাল পড়ে না । তাই এই ফিচারগুলো আপনাকে পেতে হলে Utorrent Pro সফটওয়্যারটি কিনে নিতে হবে । তাই আপনাদের জন্য আজ Utorrent Pro সফটওয়্যারটি ফ্রিতে নিয়ে হাজির হলাম । এতে অনেক ফিচার আছে । যেমন :
১. ডাউনলোড করার আগে ভিডিও দেখা ।
২. ভাল ডাউনলোড ও আপলোড স্পিড।
এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Utorrent Pro এর Screenshot দেখুন:
ডাউনলোড করার পর এবার সেটাপ ফাইলটিতে এক ক্লিক করে সেটাপ করে নিন । আপনাকে সফটওয়্যারটি ইনষ্টল করার বাড়তি ঝামেলা করতে হবে না । শুধু ডাবল ক্লিক করলে সেটাপ হয়ে যাবে কারন সফটওয়্যারটির সেটাপ ফাইলটি Crack করে Silent Installer তৈরি করেছি । ডাবল ক্লিক করলে সেটাপ করার পর আপনার ডেস্কটপ থেকে Utorrent Pro সফটওয়্যারটি Run করান। ইনষ্টল এর কাজ শেষ। এবার আপনার ইচ্ছে অনুযায়ী Torrent থেকে ডাউনলোড করুন ।
আরো সফটওয়্যারের আপডেট পেতে Visit করুন : www.Softoffline.net
আপনাদের www.TechBDblog.com এর টিউনার চ্যালেন্জে অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানাচ্ছি।