আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো,মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যাবহার করেননি তারা এখন ব্যাবহার করে দেখুন, মজা পাবেন ১০০%। পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো?
ভাবেছেন আপনি কিভাবে এই রকম ফোল্ডার রাঙাতে পারবেন! না চিন্তার কোন দরকার নেই। ফ্রি সফটওয়ারটি ডাউনলোড করে নিন এখান নিচের ডাউনলোড লিংক থেকে। তারপর ইন্সটল করুন বাকি দশটা সফ্টওয়্যারের মতই।
ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
এবার যে ফোল্ডারটি আপনি কালার করতে চান সে ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করুন, দেখবেন ”Folder Highlight” নামের একটি অপশন আছে, তারপর সেখান থেকে আপনার যে কালারটি ভাল লাগে সেটা সিলেক্ট করে দিন, ব্যাস কাজ শেষ, আপনার ফোল্ডারটি রঙ্গিন হয়ে গেছে।